Spread the love

সাধন মন্ডল,

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য সহ 100 দিনের কাজের টাকা আটকে রাখার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ 5 ই জুন প্রতিবাদ মিছিল সংঘটিত হচ্ছে পিছিয়ে নেই জঙ্গলমহলের রায়পুর ব্লকও । আজ সকালে রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে একটি মিছিল সংঘটিত হলো
।মিছিলটি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে রায়পুর থানাগোড়া বাস স্ট্যান্ড ও রায়পুর বাজার পরিক্রমা করে রায়পুর সবুজ বাজারে শেষ হয় ।সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী গণেশ মাহাত, শান্তি মন্ডল, বিশ্বজিৎ ঘোষাল, রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো ,বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু সহ বিশিষ্ট মানুষজন ।কেন্দ্রীয় সরকারের তীব্র বিরোধিতা করেন এবং অবিলম্বে 100 দিনের কাজের টাকা দেওয়ার দাবি জানান এবং অবিলম্বে তা না দিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা বলেন ।এ ব্যাপারে বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দিতে চাইছে অবিলম্বে যদি এই সরকারকে আমরা উৎখাত করতে না পারি তাহলে আমাদের ভারতবর্ষের অবস্থা খুব সংকটজনক হবে তাই আগামী 24 এর লোকসভা নির্বাচনে বিজেপিকে একটি ভোটও নয়।তাই তিনি উপস্থিত কর্মীদের কাছে আহ্বান জানান দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রীরআসনে বসাতে হবে সেই জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *