Spread the love

সাধন মন্ডল ,

রাইপুর সবুজ বাজার ব্রিজগোড়া শ্মশান কালী মন্দিরের মাতৃপূজো ও মন্দির উদ্বোধন করলেন রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি। এদিন সন্ধ্যায় বৃক্ষরোপণ, প্রদীপ প্রজ্জলন ও ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয়। আইসি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব দুলে সদস্য গুরুপদ রজক বাপ্পাদিত্য চ্যাটার্জী সহ পুজো কমিটির মূল উদ্যোক্তা শিবদাস ধীবর সহ অন্যান্য সদস্যবৃন্দ। এখানে উল্লেখ্য ব্রিজ গোড়ায় আজ থেকে ২৩ বছর আগে কয়েকজন মানুষের উদ্যোগে শুরু হয়েছিল মাতৃপুজো। এবার মহা কলেবরে পূজো হচ্ছে ।আজ বৃক্ষরোপণ করা হলো মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন রায়পুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি ।এখানে উল্লেখ্য মন্দির প্রাঙ্গণ এলাকায় কোনরকম শব্দবাজির ব্যবহার হচ্ছে না পুজো কমিটির সতর্ক নজরদারি রয়েছে। আগামীকাল এখানে নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সদস্য গনেশ মাহাতো বলেন বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের পাশে এই মন্দিরটি সকলের সহযোগিতায় নতুনভাবে তৈরি করা হলো কংসাবতী নদীর উপর গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর সামনের এই জায়গাটি বিভিন্ন সময়ে আবর্জনা ও নোংরা ফেলে পরিবেশ দূষণ করছিলেন কিছু মানুষ এবং আমাদের রাইপুরের সুনাম নষ্ট হচ্ছিল সেই বদনাম ঘোচাতে আমরা কয়েকজন এই উদ্য োগ নিয়েছিলাম আজ এখানে মন্দির ছাড়াও একটি চিলড্রেন পার্ক করার ইচ্ছে রয়েছে প্রশাসনের সহযোগিতায় আশা করি আমরা তা গড়ে তুলতে পারবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *