Spread the love

রহড়াতে অমর একুশে শ্রদ্ধায় ভালোবেসে উদযাপন


দীপঙ্কর সমাদ্দারঃ
শ্রদ্ধায় ভালোবেসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রতি শ্রদ্ধা জানালেন খড়দহে, রহড়া মেনকা অনুষ্ঠান গৃহে রহড়ার সাংস্কৃতিক সংগঠন পথ ও মঙ্গলবাসর, উদ্ভাস পত্রিকা, আনন্দমঠ পত্রিকা, আহিরী নাট্য সংস্থা ও বিভিন্ন সংস্থার সদস্য ও সদস্যা এবং গুণীজনেরা । অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য পুষ্পার্ঘ্য নিবেদন করলেন সকলে। মুখবন্ধ পাঠ করলেন হারাধন চক্রবর্তী। মঞ্চে অতিথির আসন অলংকৃত করেছিলেন প্রখ্যাত কবি ও গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায় গোপালকৃষ্ণ ভট্টাচার্য এবং সাহিত্যিক, অধ্যক্ষ অভিজিৎ গোস্বামী। উদ্বোধনী সংগীত শ্রীমতি জয়া বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছিল শ্রুতিমধুর।,আন্তর্জাতিক মাতৃভাষার উপরে উপস্থিত কবিরা শচীন হালদার, লক্ষ্মী বিশ্বাস ভৌমিক ,মানিক চন্দ্র দে, জয়া ঘটক ,সুদীপ বন্দোপাধ্যায় রঞ্জিব চক্রবর্তী প্রমূখরা কবিতা পাঠ করেন যা ছিল অনবদ্য। আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ অনুষ্ঠানে কবিতা পাঠ, গান পরিবেশন করে শিল্পীরা অনুষ্ঠানটিকে মনোগ্রাহী করে তোলেন। অনুষ্ঠানে আহিরী নাট্য সংস্থার পক্ষে প্রখ্যাত নাট্যকার অমিত চক্রবর্তীর বক্তব্য এবং সমবেত সংগীত পরিবেশন ছিল শ্রুতিমধুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *