Spread the love

সাধন মন্ডল,

বিনোদিনী যাত্রা সমাজের উদ্যোগে মঙ্গলবার পাঁচমুড়া ফুটবল ময়দানে আনন্দময় বন্দ্যোপাধ্যায় রচিত জয়দেব চক্রবর্তী নির্দেশিত ও অভিনীত ঐতিহাসিক যাত্রাপালা” মরেও যারা মরে না” অনুষ্ঠিত হল। এই যাত্রাপালায় বিনোদিনী যাত্রা সমাজের বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রীযর উপস্থাপনায় সাঁওতাল বিদ্রোহের প্রাক্কালে রচিত এই অশ্রুসজল ঐতিহাসিক যাত্রা পালা মঞ্চস্হ হল ।এলাকার পাঁচ হাজারেরও বেশি যাত্রা মোদী মানুষ উপস্থিত হয়েছিলেন। ইদানিংকালে যাত্রা শিল্প প্রায় উঠে যেতে বসেছে। সেই যাত্রা শিল্পকে ধরে রাখতে এবং যাত্রার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে বিনোদিনী যাত্রা সমাজ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে নানান যাত্রাপালা সমাজের কাছে তুলে ধরেন। এখানে উল্লেখ্য যার উদ্যোগেই এখনো টিমটিম করে এই শিল্প টিকে ধরে রাখা হয়েছে তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক জয়দেব চক্রবর্তী। আজকের এই” মরেও মরে না” যাত্রাপালায় অন্যান্যদের মধ্যে অভিনয় করলেন জয়দেব চক্রবর্তী, প্রকাশ মণ্ডল, সুব্রত চক্রবর্তী ,সঞ্জয় পাত্র, আশিস ভট্টাচার্য প্রমূখ। এই প্রসঙ্গে বিশিষ্ট অভিনেতা জয়দেব চক্রবর্তী বলেন আমরা প্রায় 30 বছর ধরে গ্রামাঞ্চলে এই যাত্রা শিল্পকে ধরে রাখতে চেষ্টা করে চলেছি। বিভিন্ন গ্রামাঞ্চল ছাড়াও বিষ্ণুপুর যদু ভট্ট মঞ্চে এবং বাঁকুড়া রবীন্দ্রভবনে আমাদের কয়েকটি যাত্রাপালা পরিবেশিত হয়েছে যা দর্শকদের খুশি করেছে। হারিয়ে যাওয়া এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতেই আমাদের এই উদ্যোগ। সকলের সহযোগিতা কামনা করি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *