Spread the love

মঙ্গলকোটে বন্যা পরিস্থিতি, সর্তক প্রশাসন 


 পারিজাত মোল্লা, চৌধুরী আশরাফুল করীম,

 
চলতি বর্ষায় ননস্টপ বৃষ্টিপাতে থইথই মঙ্গলকোটের অজয় নদ এবং কুনুর নদী।যেভাবে জল ক্রমশ বাড়ছে, তাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অজয় নদের উপকূলে থাকা কুড়ির বেশি গ্রামে।তবে মঙ্গলকোট ব্লক প্রশাসন অত্যন্ত সর্তক। ইতিমধ্যেই অযথা আতঙ্কিত হতে বারণ করার পাশাপাশি ফ্লাড সেন্টার গুলিতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে । মঙ্গলকোটের পালিগ্রাম, চাণক,লাখুড়িয়া,সদর মঙ্গলকোট, শিমুলিয়া ২, মাঝীগ্রাম, ভাল্ল্যগ্রাম অঞ্চল গুলির অজয় নদ লাগোয়া গ্রামগুলিতে একাংশ জলমগ্ন রয়েছে। সাপের উপদ্রব বেড়েছে এইসব এলাকায় ।উপকূলীয় মাঠে ধানজমি গুলি জলের তলায় রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ ও প্রশাসনের তরফে চলে  মাইকিং করে অজয় নদের জলস্তর বাড়ার বিষয়ে জনসচেতনতা। মঙ্গলকোট বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই বলেন – ” আমরা ইতিমধ্যেই ,মাঝীখাড়া, নবগ্রাম সহ সাত জায়গায় ফ্লাড সেন্টার প্রস্তুত রেখেছি।প্রতিটি পঞ্চায়েত প্রধানদের কে দুর্গতদের উদ্ধারে বলা হয়েছে। ” অপরদিকে মঙ্গলকোট আইসি পিন্টু মুখার্জি বলেন – ” নদীর জল দেখতে এলাকাবাসীদের অযথা ভীড় এড়াতে আমরা নজরদারি চালাচ্ছি।”। জানা গেছে, ১ লক্ষ ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অজয় নদে।এরফলে মঙ্গলকোট সহ কেতুগ্রাম, আউশগ্রামের একাংশে বন্যার সম্ভাবনা প্রবল রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *