Spread the love

সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) তৃণমূল প্রার্থীর সমর্থনে কর্মীসভা ভাতাড়ের মাহাতা অঞ্চলের দাউরাডাঙ্গা বাসস্ট্যান্ডে। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের দেওরাডাঙ্গা বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার মাহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশ, যুব সভাপতি অমিত কুমার হুই ,মাহাতা অঞ্চল তৃণমূলের সভাপতি অমিত মুখোপাধ্যায়, মাহাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মাড্ডি, ভাতার পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ নাজিম মন্ডল, অঞ্চল যুব সভাপতি সঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। এদিনের কর্মীসভা থেকে মাহাতা অঞ্চলের প্রতিটি বুথে বাড়ি বাড়ি জনসংযোগের বার্তা দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। মাহাতা অঞ্চলের প্রতিটি বুথ থেকে গত বিধানসভায় তৃণমূলের জয়ের ব্যবধানের চেয়েও বেশি অংকের ব্যবধানে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করার বার্তা বিধায়কের।মাহাতা অঞ্চলে কর্মী সভার পর ভাতারের এরুয়ার তৃণমূল কার্যালয়ে চা চক্রে অংশ নেন তৃণমূল প্রার্থী। তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাৎপর্ব সেরে ভাতারের কালুক তাক গ্রামে কালুশার মাজারে চাদর চড়ান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পীর বাবার কাছে সকলের মঙ্গল কামনা করেন তিনি। পাশাপাশি সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা দেন তৃণমূল প্রার্থী। এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর দিলীপ ঘোষের জন্মদিনের শুভকামনা করেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পাশাপাশি রাজ্য সরকারের পাওনা টাকা আটকে রাখার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ও দিলীপ ঘোষকে এক হাত নেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *