Spread the love

বিনামূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র সিমলাপালে।

সাধন মন্ডল বাঁকুড়া ১ নভেম্বর:-বেসরকারি উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দক্ষিণ বাঁকুড়ার সিমলাপালে চক্ষু ও দন্ত পরীক্ষা হাসপাতালের উদ্বোধন হলো আজ মঙ্গলবার সিমলাপালের হাটতলাতে। উদ্যোগে আন্তর্জাতিক ‘সংস্থা সাইডসেভার’ ও সিমলাপাল ডিস্ট্রিবিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের । উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক চিত্তরঞ্জন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের প্রাক্তন ডাইরেক্টর বোর্ডের সদস্য বিষ্ণু বাজোরিয়া, সিমলাপালের বিডিও অরিজিৎ দাস, সিমলাপাল থানার আইসি তাপস দত্ত, ডাঃ অসীম সন্নিগ্রহী প্রমূখ। বিষ্ণু বাজোরিয়া বলেন, বাঁকুড়ার সেবা কেন্দ্রে প্রতিবছর ৪০০০ মানুষের চক্ষু অপারেশন হয়, যার ৮৫ শতাংশ বিনামূল্যে, তিনি বলেন এর জন্য সরকার অনুদান দেয়। তিনি আন্তর্জাতিক পরিসংখ্যান তুলে ধরে বলেন ২০২৫ সালে ৪৮ শতাংশ মানুষ ডায়াবেটিসের আক্রান্ত হবেন এই কারণে আমরা জেলায় একটি ডায়াবেটিস কেয়ার সেন্টার খোলার চেষ্টা করছি আগামী দু এক বছরের মধ্যে। প্রতি বছর ০.৫ শতাংশ মানুষ চোখে ছানির জন্য অন্ধ হয়ে যান। সিমলাপালে এই সেন্টার জঙ্গলমহলের গরীব মানুষের উপকারে আসবে । এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনের সভাপতি বুদ্ধদেব খাঁ এবং সম্পাদক দিলীপ কুমার পতি জানালেন একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন এই চক্ষু পরীক্ষা কেন্দ্র খোলা থাকবে। অপারেশনের প্রয়োজন হলে বিনা পয়সায় এবং স্বল্পমূল্যে লেন্সের ব্যবস্থা থাকছে। এছাড়া থাকছে স্বল্প মূল্যে চশমার ব্যবস্থা। এদিন ২৫ জনকে বিনা পয়সায় চশমা দেওয়া হয়। সিমলাপালে এ ধরনের একটি পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। এই প্রসঙ্গে সিমলাপালের বাসিন্দা রুবি সিংহ মহাপাত্র বলেন চক্ষু ও দন্ত হাসপাতাল চালু হওয়ায় আমরা অত্যন্ত খুশি এলাকার গরিব মানুষের অনেকটা উপকার হবে। এর জন্য উদ্যোক্তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *