Spread the love

সাধন মন্ডল,

পলক” বাঁকুড়া জেলা পুলিশের আরও একটি সেবামূলক কার্যক্রম । মানুষের সাথে মানুষের পাশে বাঁকুড়া জেলা পুলিশ খেলাধুলা, পঠন পাঠন, ছবি আঁকা , স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে শুরু করে নানান কর্মসূচি বাঁকুড়া জেলা পুলিশ সারাবছর ধরে পালন করে চলেছে। এবারে দৃষ্টি দানের উপর জোর দিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশ। তারেই অঙ্গ হিসাবে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং রাইপুর থানা পুলিশের পরিচালনায় আজ সোনাগাড়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির। আজ শনিবার এই শিবির উদ্বোধন করেন রাইপুর বিধানসভার বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ও খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি ।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জগবন্ধু মাহাতো। রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ ও সিভিক ভলেন্টিয়ারগন।এখানে উল্লেখ্য বাঁকুড়া জেলা পুলিশ সুপার এর মস্তিষ্ক প্রসূত একটি সমাজ সেবা কার্যক্রম ।জেলার মানুষদের জন্য বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির যার নামকরণ করা হয়েছে পলক। উল্লেখ্য গত ৩০ শে নভেম্বর জঙ্গলমহলের সারেঙ্গা থানা প্রাঙ্গনে প্রথম বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন হয় উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি ও সারেঙ্গা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দ জি। সেদিনই পুলিশ সুপার ঘোষণা করেছিলেন সারা জেলা জুড়ে প্রত্যেকটি থানাতেই হবে এই চক্ষু পরীক্ষা শিবির তার অঙ্গ হিসেবে আজ রাইপুর থানার সোনাগাড়া গ্রামে অনুষ্ঠিত হলো পরীক্ষা শিবির ।এদিন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই শতাধিক মানুষের চক্ষুপরীক্ষা করা হয়। এ ব্যাপারে রাইপুর থানা আইসি সুপ্রিয় রঞ্জন মাজি বলেন আমাদের জঙ্গলমহল এলাকার বহু মানুষ বিভিন্নভাবে চোখের রোগে আক্রান্ত এবং সময়, টাকা পয়সা ও ডাক্তারের অভাবে ঠিকমতো চক্ষু পরীক্ষার পরিষেবা নিতে পারেন না তাদের কথা ভেবেই এই শিবির ।শিবিরে প্রত্যন্ত এলাকাগুলো থেকে অসহায় মানুষদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিবিরে বেশ কিছু মানুষের চোখের ছানির চিহ্নিত করা গেছে তাদের কয়েকদিনের মধ্যেই পুরুলিয়ার লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনে নিয়ে গিয়ে অপারেশন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *