Spread the love

ফলের ট্রে সাজিয়ে কয়লা পাচার করতে গিয়ে পুলিশের জালে পিক আপ ভ্যান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কথায় আছে “চোরের মন পুলিশ পুলিশ “- হ্যাঁ, সেইরকম ভনিতা করতে গিয়ে পুলিশের কাছে আটকে পড়ে অবৈধ কয়লা ভর্তি পিকআপ ভ্যান। জানা যায় মঙ্গলবার রাতে লোকপুর থানার পুলিশের ভ্যান টহলরত অবস্থায় বারাবন জঙ্গলের দিকে যাবার পথে একটি পিকআপ ভ্যান আসার লাইট দেখতে পান। মুখোমুখি হবার আগেই পিকআপ ভ্যানের চালক গাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয়। পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখেন গাড়ির চারিপাশে খালি ফলের ট্রে দিয়ে সাজানো।যা দেখে মনে হবে হয়তো সবজি বা ফল আনতে যাচ্ছে বাজারে।কিন্তু সেই অভিনব পদ্ধতি কাজে এলোনা পাচারকারীদের। পুলিশের গাড়ি দেখামাত্র চালক পালিয়ে গেল কেন সেই রহস্য ঘনিভূত হতেই গাড়ির উপরে উঠতেই পুলিশের চক্ষু চড়কগাছ। গাড়ির মধ্যেখানে অবৈধ কয়লায় পরিপূর্ণ, যার পরিমাণ তিন টন। অবৈধ কয়লা সহ গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। যদিও গাড়ির চালক পলাতক। কয়লা ভর্তি পিকআপ ভ্যানটি কোথায় লোড হয়েছে ও কোথায় যাচ্ছিল সেইসাথে গাড়ির নম্বর ধরে ইতিমধ্যে তদন্তে শুরু করেন লোকপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *