Spread the love

২৫ ডিসেম্বর ও ১ জানুয়ারিতে পিকনিক গানবাজনা নিষিদ্ধে উদ‍্যোগী

সেখ সামসুদ্দিনঃ প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর বটতলা মোড়ে জমীয়তে আহলে হাদীস (কাবিলপুর শাখা)-র উদ‍্যোগে একটি পথসভা করা হয়। যার মূল উদ্দেশ্যে ২৫ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি কেন্দ্রিক পিকনিক ও গান-বাজনা বিষয়ক সচেতনতা এবং এর ভয়াবহতা। যত দিন যাচ্ছে মুসলিম যুব সমাজ ধাবিত হচ্ছে অপসংস্কৃতির দিকে। ভুলে যাচ্ছে নিজের স্বর্ণোজ্জল আদর্শ সংস্কৃতি। মুলতঃ মুসলিম যুব সমাজকে অপসংস্কৃতির কালো থাবা থেকে রক্ষা করা ছিল এই সভার মুল লক্ষ্য । পাশাপাশি হিন্দু – মুসলিম নির্বীশেষে সকল যুবককে বেপরোয়া ড্রাইভিং, মদ্যপান, উচ্চ আওয়াজে গান-বাজনা ও ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে সচেতন করা হয়। এই দুটি দিনকে সম্পূর্ণরূপে বয়কট করার আহ্বান জানানো হয়। কোন দিবসকে বিশেষ ভাবে উদযাপন ও কারো জন্ম দিবস পালন করা সম্পূর্ণ হারাম। প্রায় সমস্ত আলোচকই এই বিষয়ে মুসলিম জনগোষ্ঠীকে সচেতন করেন। কোন ভাবেই যেন কোন মুসলিম যুবক এই দিনে পিকনিক বা গানবাজনায় জড়িত না হয় সে দিকে প্রতিটি অভিভাবককে সজাগ দৃষ্টি রাখার প্রতি জোরালো আহ্বান জানানো হয়। উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ ফাইজুদ্দিন আসারী সাহেব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ মোঃ কাজেম আলি, জামিল আখতার, মুর্শিদ সারোয়ার জাহান, মোঃ ইমরান হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মহঃ আব্দুর রউফ, আব্দুর রাজ্জাক, মাওঃ আতাউর রহমান, মাওঃ মনিরুল ইসলাম প্রমুখ। অবশেষে সভাপতির সাহেবের দোয়া পাঠের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *