Spread the love

সেখ সামসুদ্দিন, ২১ ডিসেম্বরঃ প্রেস ইনফরমেশন ব‍্যুরোর কলকাতার পক্ষ থেকে বর্ধমানে পারবীরহাটা এলাকায় নক্ষত্রের মিটিং হলে এক সাংবাদিক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় আগামীদিনে সাংবাদিকদের কি কি করণীয় এবং কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়ে খবর করতে হবে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। একই সাথে সামাজ জীবনে সাংবাদিকদের ভূমিকা কি সেই সম্পর্কে আলোচনা করা হয়।বর্তমান ডিজিটেলের যুগে কিভাবে ফেক নিউজ ছড়ানো হচ্ছে সেই সম্পর্কে পিআইবি সারা দেশের ন্যায় পশ্চিমবঙ্গেও নজর রাখছে তা বলা হয়। কিভাবে ফেক নিউজ বা ছবি ধরতে হবে সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মশালায় আলোচনা ছাড়াও প্রজেক্টারের মাধ্যমে বেশ কিছু বিষয় উপস্থাপন করা হয়।পাশাপাশি বর্ধমান শহরের ৬জন প্রবীণ সাংবাদিককে পিআইবির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়, যার মধ‍্যে ছিলেন তারক নাথ রায়, সন্তোষ দত্ত, সুভাষ সাঁই, পল্লববাবু সহ অন‍্যান‍্য। কর্মশালায় উপস্থিত ছিলেন কলকাতা পিআইবির জয়েন্ট ডিরেক্টর পার্থ ঘোষ, নিউ দিল্লি থেকে পিআইবির ডিরেক্টর নিমিষ রাস্তোগি, কলকাতা থেকে সাংবাদিক পুলকেশ ঘোষ ও সুদীপ্ত সেনগুপ্ত সহ পূর্ব বর্ধমান জেলার সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *