Spread the love

পরিবেশবান্ধব যানবাহনের উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার 

মোল্লা জসিমউদ্দিন,

শুক্রবার কলকাতার পার্ক হোটেলে ‘মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এক সম্মেলন হয়।পরিবেশ পরিস্থিতির সঙ্গে বদলে যাচ্ছে মানুষের জীবন। একইভাবে তার প্রভাব পড়ছে পরিবহণ ব্যবস্থায়। ঠিক এইরকম  পরিস্থিতিতে রাজ্য সরকারও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে ।  বিশ্ব-ব্যাঙ্কের সহায়তায় রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে  জানান রাজ্যের পরিবহণ দফতরর প্রধান সচিব সৌমিত্র মোহন। অন্যদিকে যতীশ কুমার জানান, -‘ পণ্য পরিবহণের খরচ কমাতে তারা উদ্যোগ নিচ্ছে’। ‘ধীরে ধীরে আধুনিক হয়ে উঠছে রেল ও পণ্য পরিবহণ। আগামীদিকে কিভাবে আরও উন্নত পরিকাঠামো গড়ে তোমা যায় তার জন্য নিরন্তর কাজ চলছে বলে উল্লেখ করেন লাভেস পোদ্দার।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাভেস পোদ্দার, ব্রেইথওয়েট অ্যান্ড কোং-এর সিএমডি যতীশ কুমার, বামার লরির আদিকা রত্ন শেখর প্রমুখ। রাজ্যের পরিবহণসচিব আরও জানান, -‘ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে পরিবেশবান্ধব যানবাহনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।  রাজ্যে ইতিমধ্যেই বহু বৈদ্যুতিন বাস চলছে। আরও ১১৮০ বাস নামানো হবে, তবে আদালতে মামলা চলছে তাই দেরি হচ্ছে। রাজ্য সরকার জলপথ পরিবহণ ব্যবস্থাকে সাজাতে বিশ্বব্যাঙ্কের সাহায্য নিচ্ছে। একাধিক ঘাট ও জেটির সংস্কার করা হয়েছে। স্মার্ট গেট বসানো ও পরিকাঠামোগত উন্নতি হচ্ছে পরিবহণ ব্যবস্থার। পণ্য  পরিবহণ ব্যবস্থার জন্যেও অন্যান্য দফতর বা সংশ্লিষ্টদের নিয়ে মিলিত উদ্যোগে কাজ করছে রাজ্য’। কোচবিহার ও দুর্গাপুর বিমান চালুর পর আগামীতে এই পরিষেবাকে আরও সম্প্রসারণের কথা বলেন তিনি।পরিবহণ এবং পরিকাঠামো ক্ষেত্রে আগামী চার পাঁচ বছরের মধ্যে রাজ্যে বিভিন্ন প্রকল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানা গেছে ।তার মধ্যে বৈদ্যুতিক বাস, জলপথ এবং অন্যান্য পরিকাঠামো আছে’।১১৮০ টি বৈদ্যুতিক বাস চালু হবে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *