Spread the love

নারী শক্তি কে লোক আদালতের মাধ্যমে সম্মান জানালো হুগলি জেলা আদালত

পারিজাত মোল্লা ,

লোক আদালতের মাধ্যমে নারী শক্তি কে সম্মান জানালো হুগলি জেলা আদালত কর্তৃপক্ষ। বেশিরভাগ বেঞ্চে ‘মেম্বার জাজ’ হিসাবে মহিলাদের গুরত্ব দেওয়া হয়। বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম এর বংশধর তথা স্বনামধন্য বাচিক শিল্পী সোনালী কাজি ‘মেম্বার জাজ’ হিসাবে ছিলেন চুচড়া আদালতে। গত শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হুগলি জেলা আদালতও তার ব্যতিক্রমী নয়।হুগলি জেলা ও দায়রা বিচারক (জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যানও) শ্রী সুদীপ্ত কুমার দে এর নেতৃত্বে জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ এর পরিচালনায় ২৬ টি বেঞ্চ বসেছিল। হুগলি জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার সাহানা খাতুন জানান -” জাতীয় লোক আদালতে ৬৭৪৯ টি মামলা নথিভুক্ত ছিল, এর মধ্যে ৫৬৬৯টি মামলার নিস্পত্তি ঘটেছে, এইসব মামলায় অর্থের পরিমাণ সাড়ে ৬ কোটি টাকার বেশি “। হুগলি জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন, মানি স্যুট, টাইটেল স্যুট,ব্যাংক, এনজিআর,বিদ্যুৎ, টাইটেল স্যুট,বন্ধন ব্যাঙ্ক প্রভৃতি বিষয়ক মামলার নিস্পত্তি ঘটে।হুগলি জেলা আদালতে ‘বেঞ্চ জাজ’ হিসাবে বাচিক শিল্পী, শিক্ষক, আইনজীবী, সমাজসেবী সংগঠনের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন জগতের মানুষজনকে যুক্ত করা হয়েছিল। জানা গেছে শতকরা ৯০ ভাগ মামলা এদিন সারাদিন ব্যাপি উভয় পক্ষের সম্মতিতে মিমাংসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *