Spread the love

নারায়ণ সেবা সংস্থার কৃত্রিম অঙ্গ ফিটমেন্ট ক্যাম্প

বনি সিংহ : উদয়পুরের বিখ্যাত নারায়ণ সেবা সংস্থার দ্বারা পরিচালিত জয়সওয়াল পরিষেবা হাসপাতাল, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা এবং মানসিক প্রচেষ্টার স্বীকৃতির জন্য পরিচিত। এই সংস্থার পক্ষ থেকে বিশালভাবে নারায়ণ কৃত্রিম অঙ্গ ফিটমেন্ট ক্যাম্পের আয়োজন করতে চলেছে আগামী ২রা মার্চ কলকাতার লেকটাউনের ডিভিনিটি প্যাভিলিয়ন ব্যাঙ্কুয়েট হল-এ। মঙ্গলবার ২০ই ফেব্রুয়ারি (২০২৪) কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংস্থার ট্রাস্টি ডিরেক্টর দেবেন্দ্র চৌবিসা এ কথা জানান। উপস্থিত ছিলেন সংগঠনের জনসংযোগ আধিকারিক ভগবান প্রসাদ গৌর এবং কলকাতা আশ্রমের ইনচার্জ প্রকাশনাথ ও সমাজকর্মী বিকাশ জয়সওয়াল। সংস্থাটি একযোগে পশ্চিমবঙ্গের প্রায় বিভিন্ন প্রান্তের ৩৫০টির ও বেশী অক্ষম ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ দিয়ে তাদের একটি নতুন জীবন উপহার দেবেন। নারায়ণ সেবা সংস্থা প্রতিবন্ধী দ্বারা প্রভাবিত ৪.৫ লক্ষ্যের ও বেশি ব্যক্তির জন্য সফলভাবে অস্ত্রপোচার পরিচালনা করেছেন এবং ৪২,০০০এরও বেশি দুর্ঘটনার শিকার ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান করেছে। এই সংস্থার মূল লক্ষ্য শহরের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এছাড়া সংগঠনটি তাঁদের স্বাবলম্বী করে সমাজের মূলধারার লক্ষ্যে এগিয়ে দেবার কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *