Spread the love

নাড়া পোড়ালে জমির ক্ষতি, সচেতনতায় জেলা পুলিশের উদ্যোগ

সেখ সামসুদ্দিন, ২৭ নভেম্বরঃ
চাষের জমিতে নাড়া পোড়ানো বন্ধে বিশেষ উদ্যোগ গ্রহণ পূর্ব বর্ধমান জেলা পুলিশের। মেমারি থানার পুলিশের তরফে মাইকিং করে চাষিদের সচেতন করা হয়। মেমারি ১ ও ২ নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় ধান কাটা জমিতে নাড়া পোড়ানো জমির ও পরিবেশের ক্ষতির বিষয়ে বিশেষ ভাবে সচেতন করা হয় পুলিশের পক্ষ হতে। কৃষি জমিতে নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়, জৈব পদার্থ, উদ্ভিদ খাদ্য, মাটির উপকারী জীবাণু পুড়ে নষ্ট হয়। মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী বলেন “কৃষি জমিতে নাড়া পোড়ানোর ফলে জমির প্রধান উপকারী জীব কেঁচো ধ্বংসের সাথে নষ্ট হয় জমির উর্বরতা। এই সকল বিষয়ে কৃষকদের সচেতন করতে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেনের উদ্যোগে মেমারি থানা ও সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় এই সচেতনতা মূলক প্রচার কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।”
উল্লেখ্য, সম্প্রতি মেমারির কলা-নবগ্রামে জমির নাড়া পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক কৃষকের। ঘটনায় আলোড়ন ছড়ায় জেলা জুড়ে। এই বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে যখন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তখন মেমারি ১ ব্লক কৃষি সহ অধিকর্তা দেবশ্রী দত্ত মোদী যার নাকি কথা বলার কোনো অধিকার নেই বলে সংবাদ প্রতিনিধিকে ফোনে জানান। কৃষি কর্মাধ‍্যক্ষের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অক্ষম ব‍্যক্তিদের ব্লকের মাথায় বসিয়ে কৃষকদের কতটা উপকার হচ্ছে জানিনা। বিশেষ করে কৃষকদের স্বার্থে সংবাদমাধ্যমকে ব‍্যবহার না করার রহস‍্য বা ভীতি কীসের বলতে পারব না।’ কর্মাধ‍্যক্ষকে কোনো দুর্নীতি বেরিয়ে পড়ার ভয়ে সংবাদমাধ্যমকে দূরে রাখার চেষ্টা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা উনিই জানেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *