Spread the love

নাট্য সংস্কৃতির কর্মশালা টাকি গার্লস প্রাথমিকে

পারিজাত মোল্লা,   

ক্ষুদে পড়ুয়াদের সৃজনশীলতার সুপ্ত প্রতিভা কে বিকশিত করতে এক অনন্য উদ্যোগ নিলেন শিয়ালদহ সংলগ্ন টাকী গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত। নৃত্য – আবৃত্তি – গান – শরীরচর্চা বিষয়ে দীর্ঘদিনের পরিচিত শ্যামবাজারের ‘সায়ক’ নাট্যদল এক কর্মশালার আয়োজন করলো স্কুল প্রাঙ্গণে। পঞ্চাশ বছরের বেশি পুরাতন এই সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মেঘনাদ ভট্টাচার্য ,উত্তম দে, ধূর্জটি প্রসাদ দে,অনসূয়া ভট্টাচার্য (দে), অগ্নিবাণ গাঙ্গুলি, শুভেন্দু মুখার্জি প্রমুখরা  বৃহস্পতিবার সাত সকালেই হাজির এই স্কুলে।বিভিন্ন বিষয়ে পারদর্শী ব্যক্তিবর্গের পরিচালনায় এই কর্মশালা প্রাণবন্ত হয়ে উঠে। ক্ষুদে পড়ুয়ারা বিশেষত তৃতীয় ও চতুর্থ শ্রেণির দুই বিভাগের দেড়শোর বেশি পড়ুয়া এতে অংশগ্রহণ করে থাকে। ভারতনাট্যম থেকে রবীন্দ্র সঙ্গীত, বিভিন্ন কবিতা আবৃত্তি এর পাশাপাশি শরীর-মন ঠিক রাখতে বেশ কয়েকটি ব্যায়াম শেখানো হয় এদিন।এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত বলেন -” শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়াশোনার পাশাপাশি খোলামনে সাংস্কৃতিক চর্চাটাও জরুরি”।  এই বিদ্যালয়ের অভিভাবকরা জানাচ্ছেন -” স্কুল চত্বরে এহেন উদ্যোগ শিশুমনে মানসিকভাবে তৃপ্তি এনে দেয়।  সুপ্ত প্রতিভা বিকাশে এই ধরনের কর্মশালা আরও হোক”।     শিয়ালদহের টাকি গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে পাঁচশোর মত ক্ষুদে পড়ুয়া রয়েছে। এই বিদ্যালয়ে একাধারে যেমন  সৃজনশীলতার উপর জোর দেওয়া হয়েছে, ঠিক তেমনি স্কুলের বিভিন্ন দেওয়ালে জনসচেতনতা মূলক ছবিসহ দেওয়াল অঙ্কন রয়েছে। যেখানে জলের অপচয়, নির্মল পরিবেশ সহ বিভিন্ন মনিষীদের বাণী রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *