Spread the love

নতুন রূপে সেজে উঠছে ঐতিহ্যমন্ডিত রাজবাড়ী

প্রণব ভট্টাচার্য, কলকাতা

রাজবাড়ী বললেই মানুষের চোখে এক অন্যরকম ছবি ভেসে ওঠে। বড় বড় থাম্বা, সান বাঁধানো উঠোন, বিশাল চওড়া- উঁচু ঘর ইত্যাদি। এই রাজবাড়ীর সঙ্গে জড়িয়ে থাকে পুরনো ঐতিহ্য, বনেদিয়ানা। সারা বাংলার ইতি-উতি উঁকি মারলে চোখে পড়বে এমন বেশ কিছু রাজবাড়ি ।
কলকাতার বুকে তেমনই এক রাজবাড়ির নাম পাথুরিয়াঘাটা রাজবাড়ী। যা স্থানীয়ভাবে খেলাত ঘোষের রাজবাড়ি রূপে বিশেষ পরিচিত । শোভাবাজার রাজবাড়ির অনতিদূরে অবস্থিত এই রাজবাড়ীটি।এই ভবনটিকে ঘিরে শুরু হয়েছে নানা উদ্যোগ। নতুনভাবে সাজিয়ে গুছিয়ে মেরামত করে এই ভবনটির মূল কাঠামো অপরিবর্তিত রেখে আধুনিক করে তোলার চেষ্টা চলছে। রাজবাড়ী কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে একটি রেস্টুরেন্ট বানানো হবে। যেটা হবে একেবারে ইউনিক। কাঁসার বা মাটির থালায় এখানে খাদ্য পরিবেশিত হবে। রাজবাড়ীর খাওয়া দাওয়া যেমন হওয়া উচিত ঠিক তেমন খাবারই এখানে পাওয়া যাবে। এই রাজবাড়ীতে আড়াইশো বছরের দুর্গাপূজোর ঐতিহ্য রয়েছে। সাধারণ মানুষকে এই পূজোর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে। এছাড়া এখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। কলকাতা তথা রাজ্যের বাঙালি থেকে প্রবাসী বাঙালি সকলেই যাতে এই ঐতিহ্যের রস প্রাণভরে আহরণ করতে পারে সেই উদ্দেশ্যে এখন প্রস্তুতি চলছে পুরোদমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *