Spread the love

সুবল সাহা,

দীঘার সমুদ্র সৈকতে জয় মা তারাশ্রীতা ভক্তবৃন্দ সমিতির উদ্যোগে আয়োজিত হল অভিনব হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের গণবিবাহের আসর। শনিবার নিউদীঘার গোপাল ভাঁড়ের রান্নাঘর রেস্তরাঁ সংলগ্ন অনুষ্ঠান মঞ্চে বিশাল মণ্ডপ তৈরি করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ৪ জন কন্যার বিয়ের ব্যবস্থা করা হয়। এই গণবিবাহের মূল উদ্যোক্তা কলকাতার বিশিষ্ট সমাজসেবী শ্রী জনকল্লোল সাহা। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন দীঘার সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের অধ্যক্ষ স্বামী নিত্যা বোধানন্দজী মহারাজ, বিশিষ্ট সমাজসেবী শ্রীসুশান্ত পাত্র,কামারাহাটি পৌরসভার পৌর মাতা শ্রীমতি মেঘনা মিত্র ,পানিহাটি পৌরসভা পৌর পিতা শ্রী স্বপন দাস ও অন্যান্যরা ৷ অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন মন্রী অখিল গিরি এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যানী রায় ৷ ৪ জোড়া নবদম্পতিকে কমিটির পক্ষ থেকে বেনারসী শাড়ি, ধুতি, পাঞ্জাবি, মশারি, হাতঘড়ি , গ্যাস ওভেন, সিলিন্ডার, সেলাই মেশিন, সোনার গয়না, খাট, বিছানা বালিশ, আলমারি ছাড়াও আরও নানা ধরনের জিনিস উপহার দেওয়া হয়। যার যার নিজের ধর্ম মেনেই বিয়ের ব্যবস্থা করা হয়।সকালের দিকে কুমারী পূজা মাঙ্গলিক আয়ুষ্মান যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত অথিতিদের ভুরিভোজেরও ব্যবস্থা ছিল কমিটির পক্ষ থেকে পাশের রূপসী বাংলা হোটেলে।শ্রী জনকল্যাণ সাহা বলেন আগামী দিনেও বিভিন্ন জাতির গণবিবাহ দেবেন সুন্দরবন উত্তরবঙ্গ ও কলকাতায়সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *