Spread the love

 গ্রুপ সি তে বেআইনী নিয়োগ ৩৮১ নয়! আরও রয়েছে, তথ্য পেল সিবিআই 

মুকুল বিশ্বাস
এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে এলো  চাঞ্চল্যকর তথ্য। এই দুর্নীতি মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে এসএসসি নিয়োগে নিয়ে আরও বেশকিছু গুরত্বপূর্ণ তথ্যের হদিস সিবিআই।সিবিআই সুত্রে প্রকাশ,  অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের অনুসন্ধান কমিটি যে দুর্নীতির হদিশ দিয়েছিল, তাঁর বাইরে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে তাদের হাতে।গ্রুপ-সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১ নয়।  সংখ্যা টি ৩৮১-র অনেক বেশি। অভিযোগ, এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আবেদন না জানিয়েই এরা চাকরি পেয়েছে। কোনওরকম আবেদনই করেননি চাকরির জন্য। অথচ হাতে পেয়ে গিয়েছেন চাকরির নিয়োগপত্র। এই ধরনের অভিযোগ এবার সিবিআইয়ের হাতে । এছাড়া অবৈধ চাকরি প্রাপকরা স্কুলে যোগ দিতে গেলে বেশিরভাগ  স্কুলেই বাধা দেয় প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি। সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলকে বাধ্য করার মতো অভিযোগও সামনে এসেছে।প্রসঙ্গত, এসএসসি -র গ্রুপ সি মামলায় কলকাতা হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট পেশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটি। সেই রিপোর্টে লেখা ছিল, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৩৮১ জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ২২২ জন পরীক্ষা-ই দেননি। তাঁদের নাম প্যানেলে  বা ওয়েটিং লিস্টে ছিল না। প্যানেলের মেয়াদ শেষ হয় ২০১৯ সালের মে মাসে। এরপর ভুয়ো নিয়োগ করা হয়েছিল শিক্ষকতায়।এখন দেখার সিবিআই এইসব তথ্য সামনে রেখে তদন্তের গতি কতটা বৃদ্ধি ঘটায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *