Spread the love

গোয়া তৃণমূলের নুতন লোগো  প্রকাশিত 

খায়রুল আনাম, ,
একুশে বিধানসভা নির্বাচনে আশাতীত সাফল্য পেয়ে উজ্জীবিত তৃণমূল আসাম – ত্রিপুরার পর গোয়াতে সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় গিয়েছেন গোয়াতে।গত শনিবার  গোয়া তৃণমূলে নতুন লোগো প্রকাশ করা হয়। সেই লোগোর সঙ্গে টুইটে জাতীয় মুখপাত্র ডেরেকের একটি উদ্ধৃতিও রয়েছে।গোয়া তৃণমূলের পক্ষে নতুন লোগোটি প্রকাশ করে টুইটারে লেখা হয়েছে, – ‘মানুষের উন্নয়নের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নিবেদিত। এই উদ্দ্যেশ্য নিয়ে যাঁরা কাজ করতে চান, সে রকম নেতাদের দলে নেওয়ার ক্ষেত্রে তৃণমূল কোনও আপস করবে না। নেতা বাছাইয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাই একমাত্র মানদণ্ড।’ এই টুইটেই ডেরেককে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘তৃণমূলে কোনও হাইকম্যান্ড সংস্কৃতি নেই। গোয়ার বিশ্বাসযোগ্য নেতাদের আমরা দলে নেব। তাঁরাই তৃণমূলকে গোয়ায় এগিয়ে নিয়ে যাবেন।’ গত  শনিবার গোয়ার কয়েকজন নেতার সঙ্গে বৈঠকও করেছেন তৃণমূল সাংসদরা। তবে সংগঠন বৃদ্ধির কৌশল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ডেরেক ও’ব্রায়েন ।এখন দেখার ত্রিপুরার মত কোন বড় রাজনৈতিক হেভিওয়েট নেতা পায় কিনা তৃণমূল? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *