Spread the love

সেখ নিজাম আলম,

লসিতে সি,আই,টি,ইউয়ের ১ম সম্মেলন — সিআইটিইউ গলসী ২ নং এরিয়া কমিটির ১ম সম্মেলন অনুষ্ঠিত হলো কমঃ কালী শংকর পাল নগর (উড়া) ও কমঃ বনমালী বাগদী মঞ্চে। সম্মেলন শুরু হয় পতাকা উত্তলনের মাধ্যমে ও উদ্বোধনী সঙ্গিতের মাধ্যমে। শোক প্রস্তাব পাঠ করেন ও সভা পরিচালনা করেন কমঃ নিখিলেস দত্ত ও সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা সি আই টি ইউ এর সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমঃ অভিজিৎ চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমঃ মৃনাল কর্মকার, মুস্তাক হোসেন, রনজীৎ ঘোষ, অভ্যর্থনা সমিতি সভাপতি কার্তিক মন্ডল প্রমুখ।
এদিনের সম্মলনে ১৫৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন তার মধ্যে শ্রমিক ১০৫ জন। পতাকা উত্তলন করেন সভাপতি নিখিলেস দত্ত। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী সম্পাদক কমঃ মুস্তাক হোসেন। প্রতিবেদনের উপর আলোচনা করেন মোট ৯ জন প্রতিনিধি। নতুন নির্বাচিত কমিটে তে মোট ২৯ জনের। এই সম্মেলন হতে সম্পাদক ও সভাপতি পুনঃ নির্বাচিত হন কমঃ মুস্তাক হোসেন ও কমঃ নিখিলেশ দত্ত।
এই সম্মেলনে চারটি প্রস্তাব গৃহিত হয়
১) নয়া শ্রম আইনের বিরুদ্ধে প্রস্তাব
২) সম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে প্রস্তাব
৩) নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব
৪) ২৯ শে সেপ্টেম্বর বিভিন্ন দাবীতে বিডিও অফিস ঘেরাওয়ে ব্যাপক জমায়েতর প্রস্তাব গৃহিত হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *