Spread the love

কেন্না নজরুল সংঘের উদ্যোগে ঈদ উৎসব পালন

রফিকউদ্দিন মন্ডল,

: পূর্ব বর্ধমানের কেন্না গ্রামে দুই দিনের ঈদ উৎসব অনুষ্ঠিত হয় কেন্না নজরুল সংঘের উদ্যোগে৷ ঈদ অনুষ্ঠানে ছোট থেকে বড় সকলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ বাচ্ছাদের নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়, ছিলেন শিশু চিকিৎসক ডা. শরিফুল মণ্ডল, বিসি রায় হসপিটাল৷ ২৫ জন মধ্যামিক ও উচ্চমাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা দেওয়া হয়৷ কেরাত ও গজল প্রতিযোগিতা হয়৷ অনুষ্ঠানের মধ্যে ছিল নিত্য সংগীত, এলাকার ছেলেমেয়েরা অংশ গ্রহণ করে৷ এছাড়াও ছিল বসে আঁকা প্রতিযোগিতা,বিচারক ছিলেন সুহান রহমান ও জুনেদ হোসেন৷ কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক ছিলেন সত্তজিৎ সিংহ রায়, সুনিল ঘোষ৷ শর্টহ্যান্ড ক্রিকেট, স্লো সাইকেল, হাঁস ধরা, মিউজিক বল৷ হরবোলায় হাস্যকৌতুক করেন সেখ শামিম৷ ম্যাজিশিয়ান ও জাংলি খেলা দেখান কলকাতা থেকে আসা ভবেশ দত্ত৷ সবশেষে প্রতিযোগিদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের পুরস্কৃত করা হয়৷ সম্পাদক তাঁর বক্তব্যে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়৷ এই গ্রামের সকলেই আমাদের সবরকমের সহযোগিতায় করেছে৷ এর জন্য সবাইকে ধন্যবাদ জানান৷ অনুষ্ঠান সঞ্চালনায় সেখ শামিম রহমান৷ ঈদ অনুষ্ঠানে উপস্থিত ডা. শরিফুল মণ্ডল, ডা. ত্বাহাসিন ইসলাম, আব্দুল হাকিম মণ্ডল, মতিয়ার রহমান, নজরুল ইসলাম,রফিকউদ্দিন মণ্ডল, আবুল হাসান মণ্ডল,ওয়াসিম রহমান মণ্ডল, সেখ বদরুদ্দোজা, সাজ্জাদ হোসেন, রফিকুল মণ্ডল, তানবীর ইসলাম, ওসমান মল্লিক, সেখ বদরুদ্দোজা, সামিম সরকার, সেখ জালালউদ্দিন, সেখ জাহির, সেখ আইজউদ্দিন, সাবির হোসেন, সেখ সাইফুদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *