Spread the love

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সভা

সেখ সামসুদ্দিন, ২৪ এপ্রিলঃ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেঠিয়া কোল্ড ষ্টোরেজে একটি কর্মী সভা করা হয়। প্রতিটি বুথ থেকে ৫ জন করে কর্মী এই সভায় উপস্থিত ছিলেন। কর্মীদের উৎসাহ প্রদান করতে উক্ত সভায় উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ‌ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, মহিলা নেত্রী মিঠু মাঝি, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলি মন্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এস সি ও ওবিসি সেলের সভাপতি উত্তম হাজারি, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার সহ সমস্ত অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি,ও পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যাবৃন্দ এবং ব্লক কমিটির সদস্যবৃন্দ। মূলত ১০০ দিনের কাজের যে টাকা কেন্দ্র আটকে রেখেছে তার বিরুদ্ধে সোচ্চার হন ব্লক সভাপতি মেহেমুদ‌ খাঁন। তিনি বলেন জামালপুরে বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করেন। কোন বিরোধী দলের যদি প্রার্থী দিতে অসুবিধা হয়, তিনি নিজে তাদের সাহায্য করবেন। বাংলায় যে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী তাতে বাংলার সবকটি পঞ্চায়েতই জিতবে তৃণমূল কংগ্রেস। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, সারা বছর নিরবিচ্ছিন্ন ভাবে তারা মানুষের কাজ করে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী যা জনকল্যাণ মূলক কর্মকান্ড করেছেন তাতে তৃণমূল কংগ্রেস মানুষের হৃদয়ে আছে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে জামালপুরে বিরোধীরা কোন জায়গা পাবে না। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী ২৭ এপ্রিল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহা মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিল ঐতিহাসিক করার ডাক দেন ব্লক সভাপতি, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *