Spread the love

কুমকুম বৈদ্যের”আমার একলা দুপুর”

বনি সিংহ : ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় লেখিকা কুমকুম বৈদ্যের লেখা একটি বই “আমার একলা দুপুর” প্রকাশিত হয়। লেখিকার জন্ম মফস্সল শহর বারুইপুরে। কলকাতা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স স্নাতক, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মাস্টার অফ কম্পিউটার এপ্লিকেশন। এখন বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিরত। লকডাউনের মাঝে থেকেই লেখালিখি শুরু করেন তিনি। এখন বেশ কয়েকটি পত্রিকাতে নিয়মিত লেখেন। এছাড়াও “উচ্ছ্বাস”পত্রিকা সম্পাদনা করেন। তাঁর লেখা গান গেয়েছেন শিল্পী রুপঙ্কর বাগচী, অন্বেষা এবং দীপায়ন। তিনি ২০২১ সালে এশিয়ান বুক প্রেস সাহিত্য সম্মান পান। শনিবার ২৭ শে জানুয়ারি লেখিকা কুমকুম বৈদ্য বলেন আমার লেখা”আমার একলা দুপুর”বইটির গল্পটি একটি অন্যরকম মেয়ের গল্প, সব মিলিয়ে একজন শিরদাঁড়া সোজা মানবীর গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *