Spread the love

কালি রং তুলি আর্ট একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাইপুরে

। সাধন মন্ডল, বাঁকুড়া:—পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি জগতে সাড়া ফেলেছে রাইপুরের রং তুলি আর্ট একাডেমি জঙ্গলমহলের এই একাডেমির উদ্যোগে আজ অংকন রত্ন ও হস্তাক্ষর অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সবুজ সংঘ ফুটবল মাঠে। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের এ দিনের অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নন্দন ঘর, অল বেঙ্গল আর্ট সোসাইটি অনির্বাণ রানা, চিত্রশিল্পী চন্দন রায়, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল ,শিক্ষক প্রতিত পাবন ঘোষ ,তপন দুলে, মুচিরাম দুলে মুকুল বিকাশ মহাপাত্র, চিত্রশিল্পী ও শিক্ষক শান্তনু লোহার, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক শ্রীকান্ত লোহার প্রমূখ। অল বেঙ্গল আর্ট সোসাইটি হস্তাক্ষর অন্বেষণ প্রতিযোগিতা ও অংকনরত্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৬৫ জন ছাত্র-ছাত্রীকে রোপ্য পদক ও চারজন ছাত্রছাত্রীকে সোনার মেডেল তুলে দেওয়া হয়েছে বলে কালি রং তুলি আর্ট একাডেমির প্রধান শিক্ষক কালিচরণ দুলে জানান। অন্য দুই শিক্ষক মিলন সহিস ও তারকনাথ ধীবর বলেন প্রতি বছরেই আমাদের আর্ট একাডেমীর উদ্যোগে অল বেঙ্গল আর্ট সোসাইটির সহযোগিতায় এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি হয়ে থাকে এবারও তার অতিক্রম হয়নি। দিন দিন ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মানসিকতা ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবকের মধ্যে বৃদ্ধি পেয়েছে যা আগামী দিনের সংস্কৃতি চেতনার পক্ষে একটি উজ্জ্বলতর দিক। এছাড়া আজ ভারত কলা কেন্দ্রের উদ্যোগে একটি অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মুচি রাম দুলে। এখানে উল্লেখ্য এদিনের অনুষ্ঠান ঘিরে সবুজ সংঘ মাঠ চত্বর ছিল ছাত্র-ছাত্রীসহ অভিভাবক অভিভাবকদের জমজমাট উপস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *