Spread the love

সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
পিচ রাস্তা না মাটির রাস্তা চেনা মুশকিল। পিচ রাস্তা মূলত কাদায় পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাইক আরোহী থেকে বিভিন্ন যানবাহন চালকরা। পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় একই চিত্র। জানা গেছে, আমন মরসুমে ধান তোলার কাজে ব্যবহৃত হয়েছে আধুনিক হারভেস্টার মেশিন ও ট্রাক্টর। জমি থেকে গাড়ির চাকায় উঠে এসেছে প্রচুর কাদা। রাস্তার উপর সেই কাদা শুকিয়ে ছিল এতদিন। গতকাল রাত থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে পিচ রাস্তা পরিণত হয়েছে মাটির রাস্তায়। ভাতাড়ের অন্যান্য জায়গার পাশাপাশি ভাতাড় কামারপাড়া রোডের নারায়ণপুর সংলগ্ন এলাকায় পিচ রাস্তা হয়ে উঠেছে ভয়ংকর ও বিপজ্জনক। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। প্রাণ হাতে করেই যাতায়াত করছেন বাইক আরোহীরা। স্থানীয়দের দাবি, প্রশাসন কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুক না হলে দুর্ঘটনার জেরে প্রাণহানি ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *