Spread the love

নিজস্ব প্রতিনিধি,
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর হচ্ছে সীমান্তবর্তী নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলা যাওয়ার অন্যতম রুট।রেলপথ ও সড়কপথের পাশাপাশি জলপথ পরিবহনও গুরত্বপূর্ণ কাটোয়ার কাছে। ভাগীরথী নদের তীরে এখানে রয়েছে একটি মাত্র ফেরীঘাট। তাও আবার কাদাময়  পিচ্ছিল অবস্থায় পড়ে রয়েছে। যার জেরে কাটোয়ার শাখাই অস্থায়ী ফেরিঘাটে বিপজ্জনকভাবে চলছে যাত্রী ও যানবাহনের যাতায়াত। এই বিপদজনক রাস্তা ধরে সকাল থেকে যাতায়াত করার ফলে ঘটেছে বেশ কয়েকটি ছোটো বড় দুর্ঘটনা। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।সব জেনেও এখনো পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ফেরিঘাট কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ যাত্রীদের। যেকোনও সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে যাত্রীরা।প্রসঙ্গত, কাটোয়া ও কেতুগ্রামের শাখাই সংযোগকারী কাটোয়া শাখাই ফেরিঘাট। গত কয়েক বছর আগে এখানে যাত্রী পারাপারের জন্য একটি ভগ্ন ফেরিঘাট ছিল। সেই ভগ্ন ফেরিঘাট দিয়েই যাত্রী পারাপার করানো হতো। সম্প্রতি দেড় মাস আগে বন্যার জলে অবশিষ্ট সেই ভগ্ন ফেরিঘাট জলের তোড়ে ভেঙে যায়। তারপর থেকেই এই ফেরিঘাটের পাশে একটি অস্থায়ী ফেরিঘাট বানিয়ে চলছে যাত্রী পারাপার।ফেরিঘাটটি বানানো হয়েছে নদীর পাড়ে। ঘাটের মূল রাস্তা থেকে অস্থায়ী ফেরিঘাট পর্যন্ত রাস্তা উঁচু-নিচু ও মাটির। কয়েক দিন ধরে   বৃষ্টিতে মাটি ভিজে পিচ্ছিল হয়ে রয়েছে রাস্তা। আর এর ফলেই পিছিল হয়ে থাকা রাস্তায় সকাল থেকেই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। যাত্রীরা সমস্যার কথা ঘাট কর্তৃপক্ষকে জানালেও এখনো পর্যন্ত তার কোনও সমাধান করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি নতুন পাকা স্থায়ী ফেরিঘাট কবে নির্মাণ করা হবে এ ব্যাপারে কোনও সদুত্তর মেলেনি প্রশাসনের তরফে। তবে স্থানীয় বিধায়ক বিষয়টি খোঁজ খবর নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *