Spread the love

কলকাতা বইমেলায় হয়ে গেল গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

রাজকুমার দাস

গত ২৮ জানুয়ারি ৪৭তম কলকাতা বইমেলায় প্রকাশিত হল দুটি গ্রন্থ। গবেষক-প্রাবন্ধিক ফিরোজ মণ্ডলের গবেষণাধর্মী গ্রন্থ ‘নদীয়া জেলার মেলার ইতিহাস : অতীত থেকে বর্তমান’। গ্রন্থটিতে নদীয়া জেলার মেলাগুলির পরিচয়, মেলার অতীত ও বর্তমান অবস্থার তুলনামূলক আলোচনা লিপিবদ্ধ করেছেন লেখক। গ্রন্থটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক ড. মনোজ মণ্ডল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা-নিয়ামক ড. সুকান্ত মজুমদার, বিশিষ্ট বরিষ্ঠ প্রাবন্ধিক বাসুদেব মোশেল, গ্রন্থটির প্রকাশক অধ্যাপক ড. নিরুপম আচার্য এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। গ্রন্থটি সম্পর্কে অধ্যাপক মনোজ মণ্ডল বলেন, ‘নদীয়ার মেলা নিয়ে বিক্ষিপ্তভাবে কিছু কাজ হলেও গবেষক ফিরোজ মণ্ডলই প্রথম তাঁর গ্রন্থে মেলাগুলির সামগ্রিক ইতিহাস তুলে ধরেছেন।’
দ্বিতীয় গ্রন্থটি সাধনা মজুমদারের ‘বাস্তবের টুকিটাকি ও বেতার বাণী’। এককালে বেতারে লেখা চিঠিপত্র ও বাস্তবে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা গ্রন্থটিতে লিপিবদ্ধ করেছেন। গ্রন্থ দুটি প্রকাশিত হয়েছে কলাবতী বুক পাবলিশিং থেকে, যার কর্ণধার নিরুপম আচার্য ও তাঁর সহধর্মিণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *