Spread the love

সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে বিদ্যাভবনের তৃতীয় তলায় আজ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবনারায়ণ মোদক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম বুদ্ধ সূরা ল, বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সচিব জগবন্ধু বন্দোপাধ্যায় বাঁকুড়া জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক সহ এবছর ভারত সরকার কর্তৃক জাতীয় শিক্ষক সম্মাননায় সম্মানিত বুদ্ধদেব দত্ত সহ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত দুই শিক্ষক বাঁকুড়া জেলা বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ কৃতি ছাত্র-ছাত্রীরা এবং বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়ের সংসদের কর্মীবৃন্দ বিদ্যাসাগরের জীবন ী ও কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে আলোচনা করেন অধ্যাপিকা বসুমিত্রা সিং, অধ্যাপক দেবনারায়ণ মোদক ও অধ্যাপক গৌতম বুদ্ধ সুরাল,। এদিন বিদ্যাভবনের সম্মুখে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্লু নামের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বসুমিত্রা সিং সহ অতিথিবৃন্দ। পরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ী নিয়ে আলোচনা ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তৃতীয় তলায় হলঘরে। প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।সেখানে বিশিষ্ট অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জলন ও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন ।অতিথিবরণও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করেন অধ্যাপিকা বসুমিত্রা সিং সহ উপস্থিত অতিথিবৃন্দ এবং জাতীয় শিক্ষক ও শিক্ষা রচনার প্রাপ্ত শিক্ষকদেরও সম্মানিত করেন অতিথিবৃন্দ ও বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যপিকা বসু মিত্রা সিং। উল্লেখ্য আজকের এই অনুষ্ঠানটি সফল করতে সংসদের সমস্ত কর্মীবৃন্দ সংসদ সভাপতি অধ্যাপিকা বসু মিত্রা সিং এর সাথে সর্বতোভাবে সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *