Spread the love

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

সেখ সামসুদ্দিন, ১২ মার্চঃ সাংবাদিকদের স্বার্থে গঠিত শতবর্ষের প্রাচীন সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। সাংবাদিকদের স্বার্থে ও সামাজিকভাবে জেলায় নানান কর্মসূচির মাধ্যমে কাজ করে চলেছে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। আজ রবিবার ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার বার্ষিক সভা হয় বর্ধমান শহরের লায়ন্স ক্লাবে। এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তারকনাথ রায় ও জগন্নাথ ভৌমিক, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত, সম্পাদক দেবাশীষ দাস, কে ডি পার্থ, শ‍্যামল মুখোপাধ‍্যায়, জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী, সম্পাদক অরূপ লাহা সহ রাজ‍্য কমিটির সদস‍্যবৃন্দ। এদিন সম্পাদকীয় ভাষণে সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক অরূপ লাহা সংগঠনের জেলা কমিটির গত বছরের বিভিন্ন কর্মকাণ্ড এবং কোষাধ‍্যক্ষের পক্ষে আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। এদিন এই বার্ষিক সভায় নতুন কমিটি গঠন করা হয়। মোট ১৯ জনের কমিটি গঠন করা হয় আজ। ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব পান স্বপন মুখার্জী ও সাধারণ সম্পাদক হন অরূপ লাহা। এছাড়াও কমিটিতে আছেন সহসভাপতিদ্বয় রামনারায়ণ কুণ্ডু ও প্রীতিশ চৌধুরী, সম্পাদক অতনু হাজরা, সহ সম্পাদক সুপ্রকাশ চৌধুরী ও সন্তোষ দাস, কোষাধ‍্যক্ষ সেখ সামসুদ্দিন, অফিস সম্পাদক অভিজিৎ সাহা, সদস‍্য দেবব্রত চ‍্যাটার্জী, মিথিলেশ রায়, সোমনাথ ভট্টাচার্য্য, পার্থ চৌধুরী, সুজিত দত্ত, মনোতোষ পোদ্দার, শম্ভু কর্মকার, পিন্টু প‍্যাটেল, কৃষ্ণ সাহা ও অনির্বাণ হাজরা। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত বলেন, আজ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার বার্ষিক সভায় মোট ১৯ জনকে নিয়ে গঠিত হয় নতুন কমিটি। ক্ষুদ্র সংবাদপত্রগুলি খুব আর্থিক সমস্যায় আছে। আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার দপ্তর এবং রাজ্য তথ্য সম্প্রচার দপ্তরকে আমরা ব্যক্তিগতভাবে চিঠি করব যাতে প্রত্যন্ত এলাকায় যে সমস্ত ক্ষুদ্র পত্রিকাগুলি আছে সেগুলির আর্থিক সমস্যার সমাধান হয় এবং পত্রিকাগুলিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *