Spread the love

ইডির  গড়হাজিরায় অনুব্রতের দিল্লিযাত্রা মামলার শুনানি ৯ জানুয়ারি 

সোমনাথ ভট্টাচার্য

গত তিনদিনে অনুব্রত মন্ডলের দিল্লিযাত্রা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অনুব্রত মন্ডলের পক্ষে বীরভূমের দুবরাজপুর আদালতে আইনজীবী হাজির না হলেও কলকাতা – দিল্লি হাইকোর্টে এমনকি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শুনানি পর্বে অংশগ্রহণ করছেন কপিল সিব্বল – অভিষেক মনু সিংভির মত নামজাদা আইনজীবীরা।বুধবার দিল্লি হাইকোর্টে অনুব্রতের আপিল পিটিশনে ইডির আইনজীবী না থাকায় মামলা পিছিয়ে গেল ৯ জানুয়ারি পর্যন্ত। আপাতত দু  সপ্তাহের বেশি সময়কাল  স্বস্তি পেলেন অনুব্রত মন্ডল। বুধবার অনুব্রতের আপিল  মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে। তবে  দিল্লি হাইকোর্ট শুনানির দিন পিছিয়ে দিয়েছে।  আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন রয়েছে । এরফলে ৯ জানুয়ারি পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। বুধবার দিল্লি হাইকোর্টের বিচারপতি জসমিত সিংহের বেঞ্চে যথা সময়েই মামলাটি শুনানির জন্য ওঠে। অনুব্রতের হয়ে দাঁড়িয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে  ইডির আইনজীবী ব্যস্ত থাকায় ইডির তরফে মামলাটি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। তাতেই পিছিয়ে যায় শুনানি। আদালত জানিয়ে দেয় আগামী ৯ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে। তবে যে হেতু মামলাটি বিচারাধীন, তাই ইডি আপাতত অনুব্রতকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে আসতে পারবে না।,উল্লেখ্য  বুধবার সকালেই দিল্লির হাইকোর্টের মামলার বেঞ্চ বদল করা হয়। যে বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, তা না হয়ে বেঞ্চ পরিবর্তন করা হয়। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। অনুব্রতের আইনজীবী  আবেদন জানান, অনুব্রত সংক্রান্ত মামলা বিচারপতি জসমিত সিংহের বেঞ্চে আগে থেকেই নথিভুক্ত রয়েছে। সেখানেই শুনানি হওয়ার কথা ছিল। আইনজীবীর এই আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত সিদ্ধান্ত নেয়, বিচারপতি জসমিত সিংহের বেঞ্চেই মামলাটির শুনানি হবে। প্রসঙ্গত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে গত  সোমবার রায় দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। তার পরেই তড়িঘড়ি পুরনো একটি মামলায় কেষ্টকে কোর্টে তুলে হেফাজতে নিয়েছে দুবরাজপুর থানা। অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত দলেরই এক পঞ্চায়েত প্রধানকে ‘গলা টিপে খুনের চেষ্টা’ করেছিলেন। সেই মামলায় এত দিন পরে পুলিশের তত্‍পরতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মনে করা হচ্ছে দিল্লি যাওয়া এড়াতেই এই মামলা। তার মাঝে দিল্লি হাইকোর্টে বদল হল অনুব্রতের করা মামলার বেঞ্চ।আগামী ৯ জানুয়ারির আগে দুবরাজপুর আদালতে পুলিশ হেফাজত পরবর্তী শুনানিতে কি নির্দেশ জারি হয়? তার নিয়ে নজর রাখছে সিবিআই – ইডি বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *