Spread the love

আমার প্রেমিক,

ববি সরকার,

 কাল মানুষটি কে ব্লক করে দিলাম। অথচ সে কিন্তু খারাপ মানুষ নয়।বছরে মাঝে মাঝে হ্যাঁ বছরে... মাসে কিংবা সাপ্তাহে নয়। বছরে দুচার দিন কথা হতো আমার সাথে তার।

আমিও গল্প করতাম।
দুদিন আগে হঠাৎ বললেন আমি যার গল্প করি তিনি নাকি আমার প্রেমিক।
আমার প্রেমিক!!!
বিস্মিত হয়ে গেলাম…

মনে পড়ে গেল তলসিমা নাসরিন এর লেখা সেই কবিতার লাইনগুলো…

” যখন হাজারটা অসুখ পোকায় শরীর খেয়ে নিচ্ছে….
যখন মরে যাই যাই….
তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়….”

বেশ ভালো লাগলো ভাবতে।”আমার প্রেমিক” কবিতায় কতবার কতো ভাবে প্রেম আর আমি নিয়ে কতো কি লেখা পড়েছি। কিন্তু এভাবে তো কখনো ভাবিনি দুটো শব্দ একসাথে…
” আমার প্রেমিক”
মানে এমন কেউ যে আমার জন্য প্রেম তৈরি করে চলেছে….
অনুভূতি তে শ্রাবণ ধারায় ভিজিয়ে দিলো আমার রক্তিম হৃদয়ের অনাকাঙ্ক্ষিত কৃষ্ণচূড়া ।

আমি নাকি ওনার সাথে যার গল্প করি সেই আমার প্রেমিক!!
কথাটা শুনেই হাসি পেল ঠিকই কিন্তু ভাবতে বেশ ভালো লাগলো। মুখে বললাম -ভুল, আপনার ধারণা ঠিক নয়। প্রেম ভালোবাসা এতো সহজ নয়।

তারপর কিছুটা হাসি মজা করা হলো।
এভাবেই মাঝে মাঝে কথা চললো।
কিন্তু বিপত্তি ঘটল কাল সন্ধ্যায়। হঠাৎ আমাকে বললেন কি ব্যাপার এতো চুপচাপ কেন?
বললাম… আমি তো সবসময় চুপচাপ থাকি।
বললেন… না না যখন একা থাকেন।তা নাহলে আপনি তো নিজের জন্যেই অন থাকেন।

আমি বললাম…. হ্যাঁ তাই। আমি আমার প্রেমিক ছাড়া কারো সঙ্গে কথা বলতে পছন্দ করি না।
শুনেই আশ্চর্য জনক ভাবে উনি রেগে গেলেন।

আমি দুদিন ধরে লক্ষ্য করছিলাম আমি যতদিন পর্যন্ত বলেছি আমার কোনো প্রেমিক নেই ততদিন পর্যন্ত ঠিক ছিল।
কিন্তু যখন থেকে বলতে শুরু করলাম আমার প্রেমিক….. তখন থেকেই কেমন যেন একটা ঈর্ষান্বিত মনোভাব তৈরি হচ্ছে তার।

ভীষণ রেগে গিয়ে বললেন…
কে আপনার প্রেমিক??
আপনার কোনো প্রেমিক নেই।
ওরকম দুচারটে কথা সবাই বলে অনলাইনে তাতেই সে প্রেমিক হয়ে যায় না।

কথাগুলো শুনে পরিষ্কার বুঝতে পারলাম উনি নিজেই প্রেমে পড়ে গেছেন।
আর কাল্পনিক প্রেমিকার মুখে তার প্রেমিকের গল্প শুনে সহ্য করতে পারছেন না।যতদিন আমার গল্পের পুরুষ কে প্রেমিক বলে আমি স্বীকার করিনি ততদিন তিনি মজার সাথেই গল্প করেছেন। কিন্তু কাল্পনিক মানুষ টিকে আমি যখন আমার প্রেমিক বলে স্বীকৃতি দিলাম তখন আর তিনি সেটা মজার সাথে নিতে পারলেন না।

ঝগড়াটা মাঝ পথেই বন্ধ করে ব্লক করে দিলাম।

যে কখনো কারো ভালোবাসা কিংবা প্রেমের গল্প শুনে তার প্রেমিক/ প্রেমিকার প্রতি ঈর্ষান্বিত হয়নি সে কোনোদিন সেই মানুষটির প্রেমে পড়েনি।

আমি প্রেমে না পড়েও বা ভালো না বেসেও যদি কারো অনুভূতিকে উপভোগ করি তবে… সে বড়োই অন্যায় হবে।

তাই সে প্রেমে পড়েছে, সেকথা তাকে বুঝতে দেওয়ার আগেই তাকে ব্লক করে দিলাম।

কল্পনায় আমার প্রেমিক থাকুক বা না থাকুক একজন প্রেমিক তৈরি হতে দেখলাম তার অজান্তেই।
কে যে কখন কার প্রেমে পড়ে যায় তা সে নিজেই জানে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *