Spread the love

আফগান উদ্বাস্তু রুখতে গ্রিসের ৪০ কিমি দেওয়াল

পারিজাত মোল্লা ,
গত ১৫ আগস্ট কাবুল দখলের পর তালিবান জানায় -‘ তারা কোন প্রতিশোধ নেবেনা।সবাই কে ক্ষমা প্রদর্শন করেছে তারা’। এই ঘোষণাতেই বিশ্বাস নেই সিংভাগ আফগানের।তাই বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে তাদের ভীড় ক্রমশ বাড়ছে। ইউরোপ ইউনিয়নের পক্ষে তুরস্ক কে বলা হয়েছিল আফগান উদ্বাস্তু সমস্যাটি বিবেচনা করতে।এরেই মাঝে তুরস্ক সীমান্ত বরাবর ৪০ কিমি প্রাচীর করলো গ্রিস।গ্রিসের সুরক্ষামন্ত্রী জানিয়েছেন – ‘ আগামী দিনে কি হবে, তার জন্যে অপেক্ষা করতে পারিনা’। ২০১৫ সালে ১০ লক্ষ উদ্বাস্তু তুরস্ক হয়ে গ্রিসে ঢুকেছিল।তাদের মধ্যে এখনও ৬০ হাজার জন রয়েছে । ঠিক এইরকম পরিস্থিতিতে ৪০ কিমি লম্বা প্রাচীর গড়ে উদ্বাস্তু রুখতে গ্রিসের এই অবস্থান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *