Spread the love

আজ ফের সিবিআইয়ের তলব অনুব্রত মন্ডল কে, নিরাপত্তারক্ষীর বাড়িতে সিবিআই 

মোল্লা জসিমউদ্দিন, 
মাস খানেক ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যেভাবে ভোট পরবর্তী হিংসা মামলা এবং কয়লা – গরু পাচার মামলায় তদন্তের গতি উল্কার মত বৃদ্ধি ঘটিয়েছে। তাতে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। সিবিআইয়ের সাঁড়াশি চাপ ক্রমশ বাড়ছে। গত ১৯ মে সল্টলেকের সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্সে টানা চার ঘন্টা সিবিআইয়ের জেরার সম্মুখীন হয়েছেন। ২০ মে প্রায় দেড়মাস পর বোলপুরের বাড়িতে ফিরেছেন। গত মঙ্গলবার বিকেলে সিউড়ি সংলগ্ন পাথরচাপরির দাতাবাবার মাজারে চাদর চড়ান অনুব্রত।এরেই মধ্যে সিবিআই কয়লা ও গরু পাচার মামলায় তলব করে।পাশাপাশি আয়কর দপ্তরের থেকে অনুব্রতের সম্পত্তির হিসাব সংগ্রহ করছে সিবিআই। তবে আইনজীবী মারফত অনুব্রত মন্ডল সিবিআই কে তাঁর সম্পত্তির কাগজপত্র দিয়ে পাঠিয়েছেন। এরেই মধ্যে সিবিআইয়ের অস্থায়ী অফিস দুর্গাপুরে ভোট পরবর্তী হিংসা মামলা ও কয়লা – গরু পাচার মামলায় অনুব্রতের বিশস্তদের একপ্রস্ত জেরা চালিয়েছে সিবিআই। জানা গেছে এইসব বিশ্বস্তদের পুনরায় তলব করা হবে।  এরেই মধ্যে অনুব্রতের অত্যন্ত কাছের নিরাপত্তারক্ষী সায়গলের মুর্শিদাবাদের বাড়িতে বুধবার হানা দেয় সিবিআই। নামে -বেনামে সম্পত্তির সন্ধ্যানে।এই সায়গল কে দুবার সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে জেরা করেছিল সিবিআই। ঠিক এইরকম পরিস্থিতিতে। ‘‌ভোট পরবর্তী হিংসা’‌ মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে। ‘‌ভোট পরবর্তী হিংসা’‌ মামলায় গত ২৪মে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। গত শুক্রবারই অসুস্থতার কথা জানিয়ে সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে  ফের তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের । বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। তবে এ বার গরু পাচার নয়, রাজ্যে ‘ভোট পরবর্তী হিংসা’-র অভিযোগে তার ভূমিকা কি ছিল তা জানতে অনুব্রতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।তবে সিবিআইয়ের তলবের পর অনুব্রত  সিজিও কমপ্লেক্সে যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা তিনি অসুস্থ বলে সিবিআই কে জানিয়েছেন। দিন পনেরোর সময় চেয়েছিলেন আগে।দেখতে দেখতে দিন পনেরোর সময়সীমা কমের দিকে! এর আগে গরুপাচার মামলায় অনুব্রতকে  ডেকেছিল সিবিআই। সেই মামলায় বেশ কয়েকবার হাজিরা এড়ালেও শেষ পর্যন্ত  গত ১৯ মে  সিবিআইয়ের কাছে হাজির হয়েছিলেন অনুব্রত। তবে দীর্ঘ জেরার পর নিজাম প্যালেস থেকে বেরিয়েই অনুূব্রত এসএসকেএমে হাজির হন। ক্যামেরায় দেখা যায় বুকে হাত রেখে নিজাম প্যালেস থেকে বের হচ্ছেন  অনুব্রত।এরপর গত শুক্রবার তসিবিআই দপ্তরে  হাজির হওয়ার কথা থাকলেও অনুব্রত আসেননি। বদলে কেন্দ্রীয় গোয়েন্দাদের থেকে দিন পনেরো  সময় চেয়ে নেন তিনি। তবে একইসঙ্গে অনুব্রত জানিয়েছিলেন, -‘ তিনি না গেলেও সিবিআই তাঁর বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে’। এর এক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দ্বিতীয়বার কলকাতায় ডেকে পাঠানো হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এরফলে প্রশ্ন উঠেছে এক সপ্তাহ আগে অসুস্থ অনুব্রত কি শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছবেন?গত মঙ্গলবার বিকেলে  বীরভূমের পাথরচাপুড়ি মাজারে  গিয়েছিলেন অনুব্রত মন্ডল । নিরাপত্তা রক্ষীদের কাঁধে ভর দিয়ে মাজার থেকে বেরোতে দেখা যায় তাঁকে। সেইসময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেমন আছেন? প্রতুত্তরে  অনুব্রত বলেন, -“দেখতেই তো পাচ্ছেন, এখান থেকে হেঁটে যেতে দু’বার দাঁড়াতে হল।” বুধবার  আবার অনুব্রতর দেহরক্ষী সায়গাল হোসেনের ডোমকলের বাড়িতে যায় সিবিআই। সেইসময় সায়গাল বাড়িতে ছিলেন না। সিবিআই আধিকারিকদের আসার খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। সিবিআই আধিকারিকরা তাঁর সঙ্গে কথা বলেন। পুরো বাড়ি ঘুরে দেখেন। সিবিআই সূত্রে প্রকাশ , -‘ সায়গালকে জিজ্ঞাসাবাদ করে অনুব্রতর সম্পর্কে খুঁটিনাটি জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। দেহরক্ষী হিসেবে অনুব্রতর দৈনন্দিন কাজের বিষয়ে অবগত সায়গল।এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসা মামলায় আজ অর্থাৎ বৃহস্পতিবার  ফের অনুব্রতকে তলব করল সিবিআই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *