Spread the love

আউশগ্রামে ১২ টি চোরাই মোটর বাইক উদ্ধার,গ্রেপ্তার ৩

পুলকেশ ভট্টাচার্য

অপরাধ দমনে বিশেষ সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ। বীরভূম লাগোয়া এই থানা মোটর বাইক চক্রের পর্দা ফাস করলো।পুলিশ সুত্রে প্রকাশ, নম্বরপ্লেট বিহীন বাইক আটক করে,তারপর সেই  চালককে জিজ্ঞাসাবাদ করতেই বাইক চুরির বড়সড় চক্রের সন্ধান  পেল আউশগ্রাম থানার পুলিশ । ওই ঘটনায় গ্রেফতার হয়েছে চক্রের  তিন জন  । পুলিশ জানিয়েছে , -‘ ধৃতদের নাম আব্বাসউদ্দিন মণ্ডল, প্রতীক কর্মকার এবং রবি বাউড়ি’।আব্বাসউদ্দিন ও প্রতীকের বাড়ি আউশগ্রামেরই ভাল্কি গ্রামে। রবি বাউড়ি ভাল্কি আউশগ্রামের শ্যামপুর গ্রামের বাসিন্দা । ধৃত ৩ জনের বাড়ি থেকে মোট ১২ টি চোরাই বাইক উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ । ধৃতদের রবিবার বর্ধমান আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয়েছে।  আব্বাসউদ্দিন ও প্রতীককে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ ।আদালত তা গ্রহণ করেছে পুলিশ সুত্রে প্রকাশ ,গত শনিবার রাত প্রায় পৌনে বারোটা নাগাদ একটি নম্বর প্লেটবিহীন বাইকে চড়ে আউশগ্রামের অভিরামপুরে ক্যানেলপাড়ের রাস্তা ধরে যাচ্ছিল আব্বাসউদ্দিন মণ্ডল । তখন অভিরামপুরের কাছেই ছিল পুলিশের টহলদারি ভ্যানটি । পুলিশ তাকে আটকে বাইকের কাগজপত্র দেখতে চায় । তবে কোনো কাগজপত্রই দেখাতে পারেনি সে । এরপর পুলিশ চেপে ধরতেই আব্বাসউদ্দিন স্বীকার করে যে – ‘বাইকটি চোরাই’ । তাকে জেরা করে পুলিশ প্রতীক কর্মকার এবং রবি বাউড়ির নাম জানতে পারে পুলিশ  । এরপর তিনজনের বাড়িতে অভিযান চালিয়ে ১২ টি চোরাই বাইক উদ্ধার হয় । গ্রেফতার করা হয় তিনজনকে। এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *