Spread the love

অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা

কোলকাতা (২০ মার্চ ‘২৪):-‘অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা’ নামে নতুন এক রাজনৈতিক দলের জন্ম দিল অনুকূল চন্দ্র-র ধর্মীয় সংস্থা ‘সৎসঙ্গ’।

আজ কোলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ‘অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা’-র জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী সাংবাদিকদের জানান, “সৎসঙ্গ-ই আমাদের চালিকাশক্তি।”

সাংবাদিক সম্মেলনে ‘অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা’-র সাংগঠনিক সাধারণ সম্পাদক বিভাস ব্যানার্জী জানিয়েছেন, “আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জঙ্গিপুর, হাওড়া (সদর), হুগলি, কৃষ্ণনগর সহ আরো অন্তত সাতটা আসনে আমাদের দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। এর সাথে সাথে পশ্চিমবঙ্গ বিধানসভার আওতাধীন বরাহনগর বিধানসভা কেন্দ্রে যে উপ নির্বাচন হবে সেখানেও আমাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
বলে রাখা ভালো, ছ’জন প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথে সাংবাদিকদের সাথে পরিচয়ও করিয়ে দেওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে ‘অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা’-র জাতীয় অধ্যক্ষ বিভাসচন্দ্র অধিকারী আরো জানান, “হিন্দু মহাসভার অবিসংবাদিত নেতা প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর সাথে আলাপচারিতার সময় অনুকুল চন্দ্র শ্যামাপ্রসাদকে ‘হিন্দু মহাসভা’-র নাম বদলে ‘আর্য্য মহাসভা’ রাখতে বলেছিলেন, সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই দলের জন্মদান।”

আজ সাংবাদিক সম্মেলনে নবনির্মিত রাজনৈতিক দলের তরফ থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়, “ধর্মীয় তথা হার্থিক শুদ্ধতাই ‘অল ইণ্ডিয়া আর্য্য মহাসভা’-র একমাত্র পাথেয় হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *