সাধন মন্ডল,
জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের বাসুদেবপুর গ্রামে গ্রামষোলআনার পক্ষে বাসুদেব পুর নেতাজী সংঘের পরিচালনায় যে হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয় এটা তার 30 তম বর্ষ। এবছর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ।শিবির সকাল থেকে অনুষ্ঠিত হলো প্রায় দুই শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বেশ কয়েকজনের ইসিজি করা হয়েছে এই শিবিরে। শিবিরে ডাক্তারবাবুরা যেমন খুশি হয়েছেন তেমনি যারা পরীক্ষা করালেন তারাও খুশি ।এখানে উল্লেখ্য এই গ্রামের নাম সংকীর্তন উপলক্ষে তিন দিন ব্যাপী গ্রামের কারো বাড়িতে কোন রকম রান্নার আয়োজন থাকে না সকলেই ক্লাব প্রাঙ্গণে গ্রাম্য ষোল আনার উদ্যোগে হরির মেলাতে প্রসাদ গ্রহণ করেন। এখানে এই হরিনাম সংকীর্তন শুধু নয় এখানে চার দিনেরএকটা মিলন মেলা অনুষ্ঠিত হয় । গ্রামের যে সমস্ত মানুষজন বাইরে চাকরি সূত্রে থাকেন তারাও এই সময়ে গ্রামে আসেন এছাড়া গ্রামের সমস্ত মহিলারা যারা বিবাহ সূত্রে যারা অন্য জায়গায় রয়েছেন তা 90 বছরের বয়স্ক মানুষ তিনিও যেমন আছেন তেমনই 22 বছরের যুবক যুবতীরা আসেন। মেলা উদ্যোক্তাদের মধ্যে শিব শংকর মন্ডল, চন্ডী মন্ডল, সুমন মন্ডল ,উত্তম মণ্ডল , নীলকান্ত মন্ডল সুব্রত মন্ডলরা জানালেন গত দুই বছর করোনার কারণে আমাদের গ্রামের নাম সংকীর্তন বন্ধ ছিল এবারে সেই খিদে মিটিয়ে নিচ্ছেন গ্রামবাসীর থেকে শুরু করেআগত সমস্ত কুটুম বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা। অনুষ্ঠানে সকলের রং মাখামাখি চলে চরমে । আজকের বিনামূল্যে স্বাস্থ্য শিবির এর ডাক্তারবাবুরা হলেন এই গ্রামেরই ভূমিপুত্র ডাক্তার অভিজিৎ মন্ডল ডাক্তার কৌশিক মন্ডল ডাক্তার সোহিনী মন্ডল ।তারা কথা দিয়েছেন আগামী দিনে তিন মাস ছাড়া একটি করে শিবির করবেন এখানে বিনামূল্যে এবং আগামী দিনে তাদের ওষুধের পরিষেবা দেওয়া হবে। ডাক্তার অভিজিৎ মন্ডল বলেন এই গ্রাম থেকেই বড় হয়েছি জন্মগ্রহণ করেছি ডাক্তার হয়ে এই গ্রাম সহ এলাকার সাধারণ মানুষের যদি কিছুটা উপকারে লাগতে পারি সেটাই হবে আমার জীবনের বড় আশীর্বাদ ও বড় পাওনা।সকলের সহযোগিতায় যেন আগামী দিন স্থায়ী ভাবে শিবের গুলি করতে পারি।