“বিশাল গড়ের আতঙ্ক” ‘র গান রেকডিং
সাধারণত রহস্য ঘেরা ছবিতে গানের ব্যবহার খুবই কমই হয়, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন পরিচালক তুষার মজুমদার তাঁর নির্মিয়মান নতুন ছবি’ “বিশাল গড়ের আতঙ্ক” নামক ছবিতে দুটি গানের ব্যবহার করেছেন। সম্প্রতি লেক টাউনের স্টুডিও ওয়ার্ল্ডে
নিশান শুভ্রর কথায় ও সুরে “পূর্বদিকে সূর্য উঠে..” গানটি গাইলেন মুম্বাইর প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর ও কলকাতার শর্মিষ্ঠা ব্যানার্জী। রুদ্রাশীষ দত্তর সাউন্ড রেকডিস্ট র সহায়তায় ছবির অন্য গানটি গেয়েছেন শর্মিষ্ঠা ব্যানার্জী। ছবিতে অভিনয় করছেন দক্ষিন ভারতীয় এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মানী, বর্ষীয়ান অভিনেতা বরুন চন্দ ও শুভাশিস মুখার্জী ভরত কল সহ অন্যান্যরা। তুষার মভিজের ব্যানারে নির্মিত ছবিটি কলকাতা এবং পুরুলিয়ার বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক তুষার মজুমদার, ছবিটিতে চমক থাকবে বলে জানা গেছে।