Spread the love

দিল্লিতে আন্তর্জাতিক বঙ্গ সম্মেলন ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজক
বঙ্গভাষী মহাসভা :

নিউ দিল্লি, ২৪ শে ফেব্রুয়ারী, ২০২৪। নিউ দিল্লির বিশ্ব যুবক কেন্দ্রে বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের ( বি বি এম এফ)উদ্যোগে আন্তর্জাতিক মানের এক বিরাট আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তথাগত রায়,(প্রাক্তন রাজ্যপাল : ত্রিপুরা, মেঘালয়া ও অরুনাচল প্রদেশ) শ্রী বিপ্লব রায়( গুডউইল এম্বাসাডর, আই আই এ ইন্ডিয়া, অফিসিয়াল পার্টনার ইউনেস্কো) বি বি এম এফ এর জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল, ও সম্পাদক ড:শুভ্র চক্রবর্তী এবং ভারত, বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও জার্মানি থেকে আসা বিশিষ্ট অতিথি বৃন্দ। এই সভায় শিল্প, সাহিত্য – সংস্কৃতি, বিঞ্জান, স্বাস্থ্য, সমাজসেবা,উদ্যোগ, দক্ষ পরিচালনা, সাংবাদিকতা,সিনেমা, ইত্যাদি বিভিন্ন বিষয়ে কৃতি বঙ্গভাষীদের সম্মান প্রদর্শন করা হয়।বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের জাতীয় ও আন্তর্জাতিক সভাপতি ড: পরিমল কান্তি মন্ডল বলেন, ” সারা পৃথিবীতে বাংলা ভাষা আজ চতুর্থ স্থান অধিকার করেছে। ইংরাজি, মান্দারিন ( চীনা), স্প্যানিশ এর পরেই বাংলা ভাষায় পৃথিবীতে সব থেকে বেশি মানুষ কথা বলে। ইউনেস্কোর বিচারে বাংলাই পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা। বাংলা ভাষা পাওয়া যায় ৩৫০০ খ্রীস্টপূর্বাব্দে।বাংলা ভাষা বিকাশের ইতিহাস ১৩০০ বছরের পূরানো। কিন্তু দূ:খের বিষয় এখন ও ভারত সরকার এই ভাষাকে ধ্রপদী ভাষা বা ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি প্রদান করেনি। আর এই দাবী আরও জোরালো করা এবং বাঙ্গালী দের জীবন যাত্রার মান উন্নয়ন করার জন্য দরকার বিশ্বের সকল বাঙালিকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে আসা।একে অপরের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া। এক সময় এই বাঙালিরাই দেশ স্বাধীন করার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েও দেশের জন্য লড়াই করেছেন। দেশের সমস্থ্য উচ্চতর পদে এই বাঙালী তথা বাংলা ভাষা ছিল। আজও মেধাবী বাঙালীরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে উচ্চতর পদে অধিষ্ঠিত। তাই আমাদের এই বঙ্গভাষী মহাসভা ফাউন্ডেশনের ( বি বি এম এফ) প্রধান উদ্দেশ্য দেশ ও বিদেশের সকল বাঙালিদের একত্রিত করে,বাংলার কালচার ও আদর্শকে ফিরিয়ে এনে বাংলা ভাষা ও বঙ্গভাষীদের দেশ তথা বিশ্বের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *