আদালতের নির্দেশে শিক্ষকতা চাকরিতে সুপারিশপত্র পেলেন ববিতা ,
বৈদূর্য ঘোষাল ,
যার দাখিল মামলায় শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে এসেছে। যার জন্য খোদ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গেছে।দফায় দফায় মন্ত্রী কন্যা কে শিক্ষকতা চাকরির আর্থিক প্রাপ্ত অর্থ জমা দিতে হচ্ছে।সেই মামলাকারী ববিতা সরকার আদালতের নির্দেশে সোমবার চাকরির সুপারিশপত্র পেলেন।স্কুলে চাকরির নিয়োগের সুপারিশ পত্র নিতে এদিন স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়েছিলেন ববিতা সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এদিন।বিকেলে স্বামী সঞ্জয় কর্মকারের সঙ্গে সল্টলেকে এসএসসির দফতরে যান ববিতা । তিনি বলেন -‘এসএসসি ভবনে গিয়ে সুপারিশপত্র পেয়েছি। আমি খুব খুশি। এর পর আমাকে নিয়োগপত্র দেওয়া হবে’। এসএসসি পরীক্ষার্থী ববিতা সরকার কে ১০ দিনের মধ্যে চাকরি দেওয়ার জন্য গত শুক্রবার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।শুধু তাই নয়, আদালতের নির্দেশ রয়েছে , -‘ মন্ত্রীকন্যার চাকরিতে যোগ দেওয়ার দিনকেই ববিতার চাকরি পাওয়ার দিন হিসাবে ধরে নিতে হবে। এরফলে ওই দিন থেকে তাঁর প্রাপ্য সুযোগসুবিধা দিতে হবে। সেই নির্দেশ পালনের প্রক্রিয়া শুরু হল সোমবার।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীকন্যার চাকরি বাতিল ঘোষণা করার মামলায় মামলাকারী ববিতা সরকার অবশেষে জয় পেলেন।তাতে খুশি সহযোদ্ধা আন্দোলনকারীরা।