Spread the love

প্রশ্ন ভূলের এসএসসি কে পরীক্ষার্থীদের নাম্বার দিতে নির্দেশ হাইকোর্টের 

মুকুল বিশ্বাস

একের পর এক অনিয়মের অভিযোগে অভিযুক্ত এসএসসি। তাতে নবতম সংযোজন শিক্ষক নিয়োগে ইতিহাসের প্রশ্নোত্তরে ভুল। এই ভুলের জন্য সংশ্লিষ্ট মামলাকারী পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, -‘ প্রশ্ন ভুলের বিষয়টি যেহেতু স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে সেই কারণে মামলাকারীদের ওই নম্বর দিতে হবে’। ওয়াকিবহাল মহল মনে করছে – হাইকোর্ট  এই নির্দেশের ফলে অনেক পরীক্ষার্থীর নিয়োগ-পরীক্ষায় নম্বর বাড়বে। আদালত সুত্রে প্রকাশ, এসএলএসটি নবম- দশম ও এসএলএসটি একাদশ- দ্বাদশের পরীক্ষা নিয়ে এই অভিযোগ উঠেছে। ২০১৬ সালেই এই দুই পরীক্ষা হয়েছিল। দুই ক্ষেত্রেই ইতিহাসের প্রশ্নপত্রে ছিল ভুল। নবম- দশমের ইতিহাসে ৬ ও ৪০ নম্বর প্রশ্নের ও একাদশ- দ্বাদশের ক্ষেত্রে ১১, ১২ ও ২৩ নম্বর প্রশ্ন নিয়ে অভিযোগ জানিয়েছেন মামলাকারীরা।নবম-দশমের ক্ষেত্রে ২০ জন ও একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ২ জন মামলাকারী এই মামলা করেছিলেন।এসএসসির  ভুল হওয়া সত্ত্বেও এ ক্ষেত্রে তাঁরা কেন নম্বর পাবেন না?  সেই প্রশ্ন তুলে মামলা হয়। মামলাকারীর আইনজীবী  জানান, – স্কুল সার্ভিস কমিশন তাদের ভুল স্বীকার করে নিয়েছে আদালতে। তারপরেই আদালত নম্বর দেওয়ার নির্দেশ দেয়। আপাতত ওই মামলাকারীদেরই নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। সব পরীক্ষার্থীকে নম্বর দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়’। কলকাতা হাইকোর্টে দাখিল  মামলাকারীদের দাবি, -‘ ওই সব প্রশ্নগুলির ক্ষেত্রে ওএমআর শিটে কোনও অপশনেই ঠিক উত্তরটা ছিল না। চারটি অপশনের সবকটাতেই ভুল ছিল’। এদিন  কলকাতা হাইকোর্টে এজলাসে  বই এনে সঠিক উত্তর খুঁজে বের করে দেখান মামলাকারীরা। কী কী উত্তর হতে পারে, সেটা দেখান। এরপর কমিশনের তরফে স্বীকার করে নেওয়া হয় যে, উত্তরপত্রে ভুল ছিল। দুপক্ষের সওয়াল-জবাব শুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার প্রশ্ন ভূলের জন্য মামলাকারী পরীক্ষার্থীদের নাম্বার দিতে বলেন এসএসসি কর্তৃপক্ষ কে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *