Spread the love

 সারদায় আমানতকারীদের বাজেয়াপ্ত সম্পত্তির অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের,

মুকুল বিশ্বাস,  

সারদা চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের সোমবার ‘সুখবর’ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন সারদার মামলা কলকাতা হাইকোর্ট প অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটির হাতে দায়িত্ব তুলে দিল। পাশাপাশি  সিবিআই, ইডি, রাজ্য সহ যত সংস্থার কাছে সারদার যত টাকা ও সম্পত্তি আছে, তার সমস্ত কিছু এই  তালুকদার কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ।সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, -‘ যে সব সম্পত্তি এখনও বিভিন্ন সংস্থার হাতে আছে, ওই কমিটি সেই সব সেবি-র  মাধ্যমে বিক্রি করবে। তারাই আমানতকারীদের টাকা ফেরতে পদক্ষেপ করবে’। ইতিপূর্বে  ৫০০ কোটির তহবিল গড়ার ঘোষণা করে শ্যামল সেন কমিটির কাছে রাজ্য ২৮৭ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্য দিয়েছিল। আমানতকারীদের আইনজীবীরা জানিয়েছেন এজলাসে  -‘ ৫০০ কোটির  মধ্যে ১৪০ কোটি টাকা এখনও পরে রয়েছে। এরফলে অন্য সংস্থার সঙ্গে রাজ্য ওই টাকাও কমিটির হাতে দিক’।সারদা চিটফান্ড এর ঘটনায়   মঅনেকেই  প্রতারিত হয়ে সর্বস্বান্ত হয়েছে। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনেকে। কবে ফেরত পাবেন সারদায় জমা করা টাকা? আদৌ কি ফেরত পাওয়া যাবে?  এইরকম প্রশ্ন ছিল আমানতকারীদের মধ্যে। এবার সুখবর পেলেন তারা। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকাদারে নেতৃত্বাধীন কমিটির হাতে দায়িত্ব দিল ।উল্লেখ্য, সারদা কেলেঙ্কারির ঘটনায়  বেশ কিছু কার্যকর পদক্ষেপ করেছে সেবি। চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছিল, -‘ তারা সারদা গোষ্ঠীর সাতটি সম্পত্তি একত্রিত করেছে এবং সেগুলি বিক্রি করেছে। বিক্রি করে মোট ১ কোটি ৩৩ লাখ ৭১ হাজার ১৩৫ টাকা পাওয়া যায়’। প্রসঙ্গত, সারদা-সহ ৮৬টি বেআইনি অর্থলগ্নি সংস্থার আর্থিক অনিয়মের  তদন্তের জন্য শ্যামল সেন কমিশনকে দায়িত্ব দিয়েছিল রাজ্য। কমিশনের কাজের পরিধি ঠিক করতে ছ’টি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল । গত ২০১৪-র ২৩ এপ্রিল কমিশন চালু হওয়ার পর থেকে টাকা ফেরত চেয়ে আবেদন জানান সাড়ে ১৭ লক্ষ আমানতকারী। জানা গেছে , এঁদের মধ্যে ৩ লক্ষ ৯০ হাজার জনকে চেক বিলি করেছিল এই কমিশন। তবে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এক কমিটি গড়ে সারদায় আমানতকারীদের দ্রুত বাজেয়াপ্ত সম্পত্তির অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *