পুরুলিয়ায় মহুলবন আয়োজিত আন্তর্জাতিক কবিতা উৎসব ২০২১,
অন্তরা সিংহরায়,

সম্প্রতি পুরুলিয়া জেলার বিজ্ঞান কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মহুলবন সাহিত্য গোষ্ঠীর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহুলবন আন্তর্জাতিক কবিতা উৎসব। অনুষ্ঠান মঞ্চ থেকে মহুলবন সাহিত্য পত্রিকার তৃতীয় সংখ্যা পাণ্ডুলিপি সংকলন আকারে প্রকাশিত হয়। মহুলবন সাহিত্য গোষ্ঠীর কর্ণধার সুনীল কুমার মোদক ও নরেন সেনগুপ্ত জানান , অনুষ্ঠানে মোট ৮ জন সাহিত্যকর্মীকে মহুলবন সাহিত্য সম্মান ও ১৪ জন সেরার সেরাকে মহুলবন বর্ষসেরা সংবর্ধনা জানানো হয়। ৩ জন সাহিত্য কর্মীকে মহুলবন টপ টেন আ্যাওয়ার্ড দেওয়া হয়। সংস্হার পক্ষ থেকে আরও জানানো হয়েছে য অনলাইনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ থেকে বিশিষ্ট সাহিত্যিক অমিত আহসান৷ তাছাড়া শান্তিনিকেতন, নদীয়া, ঝাড়খণ্ড, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, বোকারো সহ জেলার সমস্ত কবি সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলের হাতে মহুলবন সন্মাননা পত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply