Spread the love

পূর্বস্হলীর পাটুলী স্পোটিং ক্লাবের শতবর্ষে সাতদিনের উৎসব,

দীপঙ্কর চক্রবর্ত্তী,
পূর্বস্হলীর ২ নং ব্লকের পাটুলী স্পোটিং ক্লাব ১৯২২ সালে তার পথ চলা শুরু করে।স্বাধীনতার আগে ব্রিটিশের অপশাসনের বিরুদ্ধে শেকল ভাঙার গান গাইতে গাইতে বৈপ্লবিক উন্মাদনায় মেতে,সেদিনের কিছু দামাল ছেলের ফুটবল খেলার মাধ্যমে এই ক্লাবের পথ চলা শুরু।এবছর ২০২২ এ এই ক্লাবে শতবর্ষ পালন করে চলেছে।২০ – থেকে ২৬ শে ডিসেম্বর বিভিন্ন ধরনের অনুষ্ঠান,খেলা,সাংস্কৃতিক সংগীত,নাচ,নৃত্যনাট্য,স্পোট্স,আলোচনা, আয়োজিত হয়।ক্লাবের জয়দেব সাহা,কার্তিক ঘোষ,দেবজ্যোতি মল্লিক রা জানালেন সারা বছরই এই ক্লাব শরীর চর্চা,বিভিন্ন খেলা,স্পোট্স,সমাজ সেবামুলক কাজ করে থাকে।এই শতবর্ষ সাত দিন যেন পাটুলীতে উৎসব চলেছে।অবাক করার বিষয় এলাকার বহু প্রবীন মানুষ বা যারা বাইরে থাকেন তারা সকলেই নিজ ভূমিতে ফিরে এসেছেন এই উৎসবে সামিল হতে।ছোটবেলার স্মৃতি ফিরে পেতে।আবার একটু গ্রামের এবং অবশ্যই এলাকার ধূলি গায়ে মাখতে।
২৫ তারিখ বড়দিনে বিভিন্ন এলাকার আট টি দলের মধ্যে ফুটবল খেলাও চলে।এই সাতদিনের বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে অনুষ্ঠানকে গৌরবান্তিত করেছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জী,বিডিও সৌমিক বাগচী,আই, সি সন্দীপ গাঙ্গুলী,জাতীয় শিক্ষক সুব্রত দাস,শিক্ষাকর্মাধক্ষ ও জাতীয় শিক্ষক ড,দেবাশিষ নাগ প্রমুখ ব্যাক্তিগন।
,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *