Spread the love

২৯ মার্চে কয়লা কান্ডে ফের ইডির তলব অভিষেক কে

মোল্লা জসিমউদ্দিন

এখনও অভিষেকের ইডির জেরা পর্বের রেশ কাটেনি বাংলার রাজনীতিতে।ফের কয়লা পাচার-কাণ্ডে ইডির নোটিশ  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ডহারবার   সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।চলতি মাসের ২৯ তারিখে অর্থাৎ মঙ্গলবার আবার দিল্লিতেই তলব করা হল ডায়মন্ডহারবারের সাংসদ কে ।ইতিপূর্বে  গত সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কে প্রায় ৯ ঘন্টা  জিজ্ঞাসাবাদ চালান কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পর ইডি-র দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  সাংসদ অভিষেক বলেছিলেন, -‘ইডি-র সাথে  সবরকম  সহযোগিতা করেছেন’।পাশাপাশি বিজেপির গভীর ষড়যন্ত্র নিয়ে সরব হয়েছিলেন তিনি।ইডি সূত্রে প্রকাশ – ‘গত  সোমবারের জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়  যা যা উত্তর দিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে’। পাশাপাশি, ইডির দাবি, -‘ গত ছ’মাসে তদন্তকারীদের হাতে একাধিক তথ্য হাতে এসেছে। তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আরও বেশ কিছু বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। তদন্তকারীরা এখনও সব প্রশ্নের জবাব পাননি বলেই আবার ডেকে পাঠানো হল অভিষেককে’।এখন দেখার ইডির এই নোটিশ ঘিরে ফের আইনী লড়াইয়ে নামেন কিনা অভিষেক। গত সোমবার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছিলেন সস্ত্রীক অভিষেক। যদিও আবেদন টি নথিভুক্তিকরণ ঘটেনি বলে খারিজ করে থাকে সুপ্রিম কোর্ট। এবার কি করেন অভিষেক, তার দিকে তাকিয়ে অনেকেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *