শুভদীপ ঋজু মন্ডল,

পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সহযোগিতায় সারেঙ্গা চক্রের প্রাথমিক বিদ্যালয় , নিম্ন বুনিয়াদি ,ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা সর্বার্থ সার্থক উচ্চ বিদ্যালয়ের মাঠে। পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু। সাথে ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুভাষ মাইতি। মশাল দৌড়ে অংশ নে য় প্রতিযোগী অর্চনা গুলি। প্রাথমিক বিদ্যালয় সমূহের ৩৪ টি বিভাগ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাতটি বিভাগের লংজাম্প, হাই জাম্প, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় ,জিমন্যাস্টিকস , যোগাসন ইত্যাদি প্রতিযোগিতা হয় সারেঙ্গা চক্রের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রথম দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানে যারা প্রথম স্থান অধিকার করল তারা আগামী তেসরা ফেব্রুয়ারি খাতড়া খড়িডুংরি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ।আজকের এই প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল, সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডা: বিশ্বরূপ সনগিরি, সারেঙ্গা পিটিটিআই এর অধ্যক্ষ সাধন মহান্তি, বাঁকুড়া জেলা ক্রীড়া কোডিনেটর কার্তিক চন্দ্র দে, শান্তিনাথ চক্রবর্তী ,শিক্ষক নেতা বাপ্পাদিত্য মন্ডল, নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা হেমব্রম সহ সারেঙ্গা চক্রের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের শিক্ষা বন্ধুগণ ও অন্যান্য কর্মীরা। সফল প্রতিযোগীদের হাতে অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু সহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ পুরস্কার তুলে দেন। খেলা গুলি পরিচালনা করেন বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের খেলাগুলি পরিচালনা করেন রীতা নস্কর ও ধনঞ্জয় বাবু।

Leave a Reply