Spread the love

সেখ সামসুদ্দিন, ১৩ মার্চঃ দ্রুত গতিতে চলা যাত্রীবোঝাই বাস উল্টে গেল রাজ‍্য সড়কের উপরে। দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের রায়নার মীরেপোতা বাজার এলাকায়। জখম ২০ জন বাসযাত্রী। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি দ্রুতগতিতে থাকা অবস্থায় উল্টে যায় বিকট শব্দে করে।দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগান। হাজির হয় পুলিশকর্মীরা। আহতদের প্রথমেে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। বারবার দুর্ঘটনার জেরে আতঙ্কিত বর্ধমান আরামবাগ রুটের যাত্রীরা।আরামবাগ থেকে বর্ধমান অভিমুখে আসছিলো যাত্রীবোঝাই বাসটি। প্রচন্ড গতিতে বাসটি আসছিল বলে প্রত‍্যক্ষদর্শীরা জানান। হঠাৎ বিকট শব্দ করে রাজ‍্য সড়কের উপরে উল্টে যায় বাসটি। শুরু হয় চিৎকার চেঁচামেচি। একটি পণ্য বোঝাই পিকআপ ভ‍্যানকেও ধাক্কা মারে বাসটি। চলন্ত অবস্থায় বাসের পাতি ভেঙে এই ভয়াবহ বিপত্তি বলে প্রাথমিক ভাবে জানা গেছে । দুর্ঘটনার জেরে বর্ধমান আরামবাগ রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। রাস্তা থেকে উল্টে যাওয়া বাসটিকে সরানোর কাজ শুরু হয়েছে । বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান রায়নার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *