Spread the love

মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে আজ সশরীর হাজিরার নির্দেশ

পারিজাত মোল্লা ,

আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সশরীর হাজিরার নির্দেশ রয়েছে রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশন এর চেয়ারম্যানের।আদালত অবমাননায় অভিযুক্ত তিনি।অভিযোগ,  কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিন মাস কেটে গেলেও তা কার্যকর করা হয় নি।। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রেফতারির হুঁশিয়ারি দিতেই চব্বিশ  ঘণ্টার মধ্যে নির্দেশ পালন হয়। তবে মামলাকারী শিক্ষকের দাবি – আদালতের নির্দেশ পুরোপুরি কার্যকর করা হয় নি। ১৩ বছরের বকেয়া ১০ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হল এক  শিক্ষককে। গত মঙ্গলবার রাতে পৌঁছে গেল নিয়োগপত্রও। তবে তার পরও আদালতের নির্দেশ যথাযথ ভাবে পালন না হওয়ায় মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে হবে। এত দিনেও কেন তিনি আদালতের নির্দেশ মানেননি তার ব্যাখ্যা দিতে হবে তাঁকে।আদালত সুত্রে প্রকাশ গত ২০০২ সালে হাইস্কুলে চাকরি পান খলিলউল্লাহ বৈদ্য নামে এক শিক্ষক । ওই শিক্ষকের  দাবি, -‘ ২০০৯ সালে মাদ্রাসা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। ওই বছরই তাঁর চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। তবে মাদ্রাসা সার্ভিস কমিশন যে স্কুলে নিয়োগের সুপারিশ দেয় সেখানে কোনও শূন্যপদ ছিল না। এমনকি সেই স্কুলটি বাড়ি থেকে অনেক দূরে। বারবার অভিযোগ করেও কাজ হয়নি। দীর্ঘ দিন ধরে নিয়োগের সুপারিশপত্র না দেওয়ার অভিযোগ তুলে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।চলতি বছরের  গত মে মাসে বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় মামলাকারী শিক্ষক খলিলউল্লাহ কে ৯০ দিনের মধ্যে বাড়ির ২০ কিলোমিটারের মধ্যে নিয়োগের সুপারিশপত্র এবং ২০০৯ সাল থেকে বকেয়া বেতন দেওয়ার নির্দেশ দেন।তিনমাস সময় পেরিয়ে  গেলেও আদালতের নির্দেশ মানা হয়নি। এটা আদালত অবমাননার শামিল বলে মনে করছে কলকাতা হাইকোর্ট ।গত  মঙ্গলবার ২৪ ঘণ্টার মধ্যে ওই কমিশনের চেয়ারম্যানকে তলব করে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ।,আদালতের নির্দেশে সক্রিয় হয় মাদ্রাসা সার্ভিস কমিশন  কমিশন। গত মঙ্গলবার  রাত সাড়ে ১০টা নাগাদ মামলাকারীর বাড়িতে পৌঁছে যায় সুপারিশপত্র। বকেয়া বেতন দেওয়া হয়।যদিও হাইকোর্টের  সম্পূর্ণ নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ করেন মামলাকারী। অভিযোগ  -‘ কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী  বাড়ির ২০ কিলোমিটারের মধ্যে চাকরি দিতে বললেও, চাকরি দেওয়া হয়েছে প্রায় ৭০ কিলোমিটার দূরে।’ এদিন  বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সিঙ্গেল বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ  গঙ্গোপাধ্যায় আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে তলব করেছেন মাদ্রাসা সার্ভিস কমিশন এর চেয়ারম্যান কে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *