সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) ভাতাড় বিধানসভার বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে ভাতাড় থানার নবনিযুক্ত ওসি পঙ্কজ কুমার নস্করকে সম্বর্ধনা জানানো হল। জানা গেছে, ভাতাড় থানার ওসি পদে দায়িত্ব গ্রহণ করেছেন সাব ইন্সপেক্টর পঙ্কজ কুমার নস্কর। এদিন বিজেপি নেতা তথা এফসিআই বোর্ড মেম্বার মহেন্দ্রনাথ কোনার সহ অন্যান্য কার্যকর্তারা ভাতাড় থানার ওসি পঙ্কজ বাবুকে পুষ্পস্তবক দ্বারা সম্বর্ধনা জানান। বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোনার বলেন, ভাতাড় থানার নবনিযুক্ত ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।