Spread the love

ওয়াসিম বারি,


রবিবার ভবানীপুর উপনির্বাচনে প্রচারে মুখ্যমন্ত্রীর পাড়ায় গেলে বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস সহ বাম নেতা সুজন চক্রবর্তী বাধা পান বলে অভিযোগ। এদিন ভবানীপুরে পুলিশি বাধা টপকে এগোতে গেলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের। জখম হন এক বাম কর্মী। বামেদের দাবি, অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের আটকানো হয়। ভবানীপুর কেন্দ্রে প্রচারের শুরুতেই মুখ্যমন্ত্রীর পাড়ায় ঢোকার চেষ্টা করে বামেরা। পুলিশ ব্যারিকেড দিতে গেলে তা ঠেলে ঢুকে পড়েন তাঁরা। তখনই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। বামেরা পুলিশের ব্যারিকেড ফেলে ঢোকার চেষ্টা করে পাল্টা পুলিশও আটকায়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রায় আধ ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই আটকে রাখা হয় বাম কর্মীদের। এ নিয়ে সুজন চক্রবর্তী বলেন, -‘মুখ্যমন্ত্রী বলে নির্বাচনের সময় কিছু হয় না। নির্বাচনের সময় যে কেউ যেতে পারেন ভোট প্রচারে। মমতা এখন মুখ্যমন্ত্রী নন। এখানে তিনিও একজন ভোটার। এখানে সাদা পোশাকে কিছু তৃণমূলের গুন্ডা রয়েছে।’ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া এলাকায় হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হাজরা রোড ক্রসিংর সঙ্গে থাকা বলরাম বসু ঘাট রোড এলাকায় বাড়ি বাড়ি প্রচারের অনুমতি দেওয়া যাবে না। এই মর্মে শনিবার বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসকে একটি ই-মেল করেছিল  কলকাতা পুলিশ।প্রচারে বাধা পেয়ে বাম প্রার্থী ক্ষুব্ধ পুলিশের ভূমিকা নিয়ে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *